এমপি হিসেবে সৈয়দা জাকিয়ার শপথ

প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি রিপোটর্
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শনিবার তার কাযার্লয়ে কিশোরগঞ্জ-১ আসনের নবনিবাির্চত সংসদ সদস্য সৈয়দা জাকিয়া নুরকে শপথ বাক্য পাঠ করান Ñফোকাস বাংলা
সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন কিশোরগঞ্জ-১ আসনে বিনা প্রতিদ্ব›িদ্বতায় নিবাির্চত আওয়ামী লীগের প্রাথীর্ সৈয়দা জাকিয়া নূর লিপি। ডা. জাকিয়া আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বোন। আশরাফের মৃত্যুতে আবার নিবার্চন হয় এই আসনটিতে। শনিবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তার কাযার্লয়ে জাকিয়াকে শপথ পড়ান বলে সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে। শপথ অনুষ্ঠানে প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী এবং হুইপ ইকবালুর রহিম উপস্থিত ছিলেন। নতুন নিবার্চনে একক প্রাথীর্ হওয়ায় রিটানির্ং কমর্কতার্ ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক সারওয়ার মুশের্দ চৌধুরী গত ১০ ফেব্রæয়ারি জাকিয়াকে আনুষ্ঠানিকভাবে নিবাির্চত ঘোষণা করেন। সম্প্রতি অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নিবার্চনে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে সৈয়দ আশরাফ নিবাির্চত হলেও শপথ নেয়ার আগেই গত ৩ জানুয়ারি তিনি মারা যান। এরপর আসনটি শূন্য ঘোষণা করে নতুন করে নিবার্চনের তফসিল ঘোষণা করে নিবার্চন কমিশন। মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের ছেলে সৈয়দ আশরাফ কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলা নিয়ে গঠিত এই আসন থেকে টানা পঁাচবার সংসদ সদস্য নিবাির্চত হয়েছিলেন। এখন ওই আসনে প্রতিনিধিত্ব করবেন তার বোন জাকিয়া।