দেশের সব বিস্কুট কারখানা বন্ধ করে দেয়ার হুমকি

প্রকাশ | ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
মজুরি বৃদ্ধি, নিয়োগপত্র,পরিচয়পত্র, ওভারটাইম ভাতাসহ ৯ দফা দাবি না মানা হলে সারা দেশের সব বিস্কুট-কনফেকশনারি কারখানা বন্ধ করে দেয়া হবে বলে হুশিয়ারি দিয়েছে ঢাকা রুটি বিস্কুট ও কনফেকশনারি শ্রমিক ইউনিয়ন। রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এমন হুশিয়ারি দেন তারা। মানববন্ধনে বক্তারা বলেন, 'আমাদের মজুরি বৃদ্ধি, নিয়োগপত্র, পরিচয়পত্র অতিরিক্ত কাজের জন্য ওভারটাইম ভাতা দেয়ার জন্য মালিক সমিতিকে জানানো হলেও তারা কোনো সাড়া দেয়নি। বাধ্য হয়ে আমরা রাস্তায় নেমেছি। যদি এরপরও আমাদের দাবি মেনে নেয়া না হয়। তাহলে সারাদেশের সব কারখানা বন্ধ করে দেয়া হবে।' তারা বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে রুটি বিস্কুট মালিক সমিতি এবং সরকার শ্রমিকদের দাবিগুলো সমাধান না করলে শ্রমিকরা শ্রম মন্ত্রণালয় ঘেরাও করবে।