চবির দুই সংগঠনের সংঘর্ষে আহত ১৪

প্রকাশ | ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাটল ট্রেনের বগিভিত্তিক দুই সংগঠনের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছে। বিশ্ববিদ্যালয়ে শাহজালাল হলের সামনে শুক্রবার গভীর রাতে বগিভিত্তিক সংগঠন 'উল্কা' ও 'সিক্সটি নাইন' পক্ষের সদস্যরা এ সংঘর্ষে জড়ায়। বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আক্তারুজ্জামান বলেন, নিজেদের মধ্যে সংঘটিত একটি ঘটনাকে কেন্দ্র করে রাতে শাহজালাল হলের সামনে দুই পক্ষ অবস্থান নেয়। একপক্ষ আরেক পক্ষকে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষে ১৪ শিক্ষার্থী আহত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের চিকিৎসক টিপু সুলতান। তিনি বলেন, সংঘর্ষে আহত ১৪ শিক্ষার্থী রাতে চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে তিনজনের আঘাত গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শামীম, অভয়, পদার্থবিজ্ঞান বিভাগের আনিস, আইইআর বিভাগের অর্ণব ইসলাম, ধ্রম্নব, আরবি বিভাগের ইমাম, লোকপ্রশাসন বিভাগের মাহমুদুল ইসলাম, মো. মামুন ইসলাম, সৌরভ তালুকদার, হিসাববিজ্ঞান বিভাগের মিলন ও সাদ্দাম হোসেন। এ বিষয়ে উল্কা দলের সদস্য ও ছাত্রলীগ কর্মী মো. সুমন খান বলেন, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর টিপুর বিয়ের অনুষ্ঠান শেষে তারা শহর থেকে ক্যাম্পাসে ফিরছিলেন। 'পথে আমাদের নেতা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সহসভাপতি গোলাম রসুল নিশানকে তুলে নিয়ে যাওয়া হয়। রাত ১টার দিকে তাকে টাইগার পাস আমবাগান এলাকায় রক্তাক্ত অবস্থায় দেখা যায়।' সুমনের দাবি, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সহ-সভাপতি সিক্সটি নাইন দলের নেতা মনসুর আলমের নেতৃত্বে এ ঘটনা ঘটানো হয়েছে। 'আমরা নিশানের সন্ধান দাবিতে ক্যাম্পাসের ১ নম্বর গেইটে অবস্থান নিয়ে বিক্ষোভ করার পর শাহজালাল হলের দিকে যাওয়ার সময় সিক্সটি নাইন গ্রম্নপের সদস্যরা হামলা চালায়।' তবে মনসুর আলম অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, 'ওর (নিশান) সাথে কী হয়েছে, কে বা কারা অপহরণ করেছে সেটি আমরা জানি না। ব্যাপারটা আমি ফেসবুকে জানলাম।'