ঢাবিতে ক্যারিয়ার উৎসব শুরু

প্রকাশ | ১৭ জুলাই ২০১৮, ০০:০০

ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র চত্বরে শুরু হয়েছে দুই দিনব্যাপী ক্যারিয়ার উৎসব। সোমবার বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে উপাচাযর্ অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উৎসবের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, মাকেির্টং বিভাগের অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম, অরগানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ বিভাগের সহকারী অধ্যাপক মো. রাশেদুর রহমান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সাভিের্সসের সভাপতি সৈয়দ আলমাস কবির, প্রথম আলোর ইয়ুথ প্রোগ্রামের কো-অডিের্নটর মুনির হাসান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সভাপতি মুহাইমিন উল ইসলাম বক্তব্য রাখেন। এ সময় অধ্যাপক আখতারুজ্জামান বলেন, দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল প্রতিষ্ঠা করা হয়েছে। তিনি গ্র্যাজুয়েটদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে ইন্টানির্শপ প্রোগ্রাম চালু করার ওপর গুরুত্বারোপ করেন।