ইয়াবা পাচারে শিক্ষাথীের্দর ব্যবহার করতেন ইয়াসিন

প্রকাশ | ১৭ জুলাই ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঢাকা ও কক্সবাজার থেকে নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার রাজধানীর বাড্ডা এলাকা থেকে ওই নারীকে ও কক্সবাজারের টেকনাফ থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন আকলিমা আক্তার রুনা (৩০) ও ইয়াসিন আরাফাত (২৮)। আকলিমাকে ৮৯০টি ইয়াবাসহ বাড্ডা এলাকা থেকে র?্যাব-৩ এবং ইয়াসিন আরাফাতকে কক্সবাজারের টেকনাফ এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা মেট্রো। পিবিআই বলছে, ইয়াবার পাচারে শিক্ষাথীের্দর বাহক হিসেবে ব্যবহার করতেন ইয়াসিন আরাফাত। পিবিআই সূত্রে জানা যায়, কক্সবাজারের টেকনাফের হ্নীলা বাজার এলাকা থেকে রোববার ইয়াসিন আরাফাতকে গ্রেপ্তার করা হয়। তেজগঁাও শিল্পাঞ্চল থানার একটি মাদক মামলার এজাহারভুক্ত পলাতক আসামি তিনি। এই মামলার তদন্ত করছিল পিবিআই। মামলার তদন্তকালে তথ্য প্রযুক্তির মাধ্যমে তার অবস্থান সম্পকের্ নিশ্চিত হয় পিবিআই। এরপর হ্নীলা বাজার এলাকা থেকে ইয়াসিনকে গ্রেপ্তার করা হয়। পিবিআইয়ের (ঢাকা মেট্রো) পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন, হ্নীলা গ্রামের জালাল আহম্মেদের ছেলে ইয়াসিন। হ্নীলা গ্রামটি মিয়ানমারের নাফ নদীর তীরবতীর্ হওয়ায় সহযোগীদের মাধ্যমে মিয়ানমার থেকে ইয়াবার বড় বড় চালান নিয়ে আসতেন তিনি। পরে এসব চালান কক্সবাজার থেকে সড়ক ও আকাশপথে ঢাকায় আনতেন। ইয়াবার চালান বহনের জন্য গরিব ও নিরীহ শিক্ষাথীের্দর ব্যবহার করতেন ইয়াসিন। এর বিনিময়ে এসব শিক্ষাথীের্ক মেসভাড়া ও লেখাপড়ার খরচ দিতেন।