রনির জোড়া খুনের মামলার যুক্তি ৩১ জুলাই

প্রকাশ | ১৮ জুলাই ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
রাজধানীর ইস্কাটনে বহুল আলোচিত জোড়া খুনের মামলার অধিকতর যুক্তি উপস্থাপনের জন্য ৩১ জুলাই দিন ধাযর্ করেছে আদালত। এই মামলার একমাত্র আসামি আওয়ামী লীগ নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বেগম পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনি। মঙ্গলবার ঢাকার প্রথম অতিরিক্ত দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মঞ্জুরুল ইমামের আদালতে মামলাটির অধিকতর যুক্তি উপস্থাপনের জন্য দিন ধাযর্ ছিল। আসামিপক্ষের আইনজীবীরা যুক্তি উপস্থাপন পেছানোর জন্য আবেদন করলে আদালত মঞ্জুর করে ৩১ জুলাই দিন ধাযর্ করে। এর আগে গত ৮ মে এই রায়ের জন্য দিন ধাযর্ থাকলেও আদালত মনে করছে, মামলাটির বিষয়ে অধিকতর যুক্তিতকের্র প্রয়োজন রয়েছে। ফলে আদালত স্বপ্রণোদিত হয়ে মামলার বিষয়ে অধিকতর যুক্ততকর্ উপস্থাপনের জন্য ৪ জুন দিন ধাযর্ করে। এই দিন একই কারণে সময়ের আবেদন করলে সেটা মঞ্জুর করে ২৭ জুন দিন ধাযর্ করে আদালত।