রূপনগরে বাস লেগুনা সংঘষের্ ৩ জনের মৃত্যু

প্রকাশ | ১৮ জুলাই ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
ঢাকার মিরপুর বেড়িবঁাধ এলাকায় মঙ্গলবার বাসের সঙ্গে মুখোমুখি সংঘষের্র ঘটনায় দুমড়ানো লেগুনা -যাযাদি
ঢাকার মিরপুর রূপনগরে বাস ও লেগুনার সংঘষের্ এক স্কুলছাত্রীসহ তিনজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে মিরপুর বেড়িবঁাধ এলাকায় পানি উন্নয়ন বেডের্র দক্ষিণ পাশে আশুলিয়া সড়কের মুখে এ দুঘর্টনা ঘটে বলে রূপনগর থানার এসআই মাসুম খন্দকার জানান। উত্তরা ফায়ার সাভিের্সর জ্যেষ্ঠ কমর্কতার্ সফিকুল ইসলাম বলেন, মায়ের দোয়া পরিবহনের বাসটি ঢাকা থেকে সাভারের দিকে যাচ্ছিল। আর লেগুনাটি সাভার থেকে আসছিল ঢাকার দিকে। দুই বাহনের মুখোমুখি সংঘষর্ হলে অন্তত ১৫ জন আহত হন। লেগুনার চালক তার দুমড়ে যাওয়া গাড়ির মধ্যে আটকা পড়েন। পরে চালকসহ তিনজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান ফায়ার সাভির্স কমীর্রা। আহত বাকিদের স্থানীয় বিভিন্ন হাসাপাতালে পাঠানো হয় বলে সফিকুল ইসলাম জানান। ঢাকা মেডিকেল ফঁাড়ি পুলিশের এসআই বাচ্চু মিয়া জানান, মিরপুরে দুঘর্টনায় আহত তিনজনকে হাসপাতালে আনার পর তাদের মৃত্যু হয়। এই তিনজন হলেন- লেগুনার চালক হান্নান (২২), তাওহিদ নামে ১০ বছর বয়সী এক স্কুলছাত্রী এবং আনুমানিক ৬৫ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধ। রূপনগর থানার এসআই মাসুম জানান, দুঘর্টনার জন্য দায়ী বাসটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে।