সংবাদ সংক্ষপে

প্রকাশ | ১৯ মার্চ ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
বিবসনের লজ্জায় যুবকের আত্মহত্যা ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা রোববার বিকালে মির্জাপুর গ্রামের একটি বাগান থেকে শুভ মন্ডল নামে (২২) এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে মির্জাপুর গ্রামের দিনমজুর অজিত মন্ডলের ছেলে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মির্জাপুর গ্রামের চৌরাস্তা মোড়ে সাজিয়াড়া গ্রামের সাদ্দাম হালদার নামের এক সাইকেল গ্যারেজ মিস্ত্রি শনিবার দুপুর ১টার দিকে শুভ মন্ডলের কাছে দুইশত টাকা দিয়ে ডুমুরিয়া বাজার থেকে সাইকেলের নাটবল্টু আনতে বলেন। পথিমধ্যে শুভ টাকা হারিয়ে ফেললে সাদ্দাম প্রচন্ড ক্ষিপ্ত হয়ে শুভকে বলে তুই টাকা দিয়ে তারপর দোকান থেকে যাবি। মারধর করে শুভর পরনের কাপড় খুলে রেখে গ্যারেজ থেকে ময়লা নেকড়া কাপড় পরতে দিয়ে টাকা আনতে দোকান থেকে বের করে দেয়। সে লজ্জায় স্থানীয় এক বাগানে গিয়ে একটি মেহগনি গাছের সাথে গলায় সেই নেকড়া কাপড় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। সৈয়দপুরে ভুয়া মেজর আটক নীলফামারী প্রতিনিধি নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশ মাহাবুল আলম (২৫) নামে এক ভুয়া মেজরকে আটক করেছে। রোববার রাত ১১টার দিকে শহরের নতুন বাবুপাড়ার কলিম মোড় থেকে তাকে আটক করা হয়। আটক মাহাবুল আলম দিনাজপুর জেলার চিরিরবন্দরের উত্তর ভবানীপুরের ডাঙ্গারহাট গ্রামের আব্দুস সাত্তারের পুত্র। সে সৈয়দপুর শহরের একজন মাইক্রোবাস চালক। জানা যায়, সদ?্য মেজর পদে যোগদান করেছে এমন প্রতারণার আশ্রয় নিয়ে মাহাবুল আলম শহরের নতুন বাবুপাড়ার জনৈক শফিকুল ইসলামের স্কুলপড়ুয়া মেয়েকে বিয়ে করার প্রস্তাব দেয়। কিন্তু তার আচরণে সন্দেহ হলে মেয়ের বাবা থানার আশ্রয় নেয়। এ ঘটনায় পুলিশ কলিম মোড় থেকে মেজর পরিচয়ধারী ওই প্রতারককে আটক করে। \হ ঝিনাইদহে সড়কে বৃদ্ধ নিহত ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় আব্দুর রহমান (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার সকাল ১০ টার দিকে সদর উপজেলার বিষয়খালী বাজারে এ ঘটনা ঘটে। তিনি ভবানীপুর গ্রামের মৃত কাঙ্গালি হালশামার ছেলে। ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশর অফিসার দিলীপ কুমার সরকার জানান, সদর উপজেলার বিষয়খালী বাজার থেকে সাইকেলে ঝিনাইদহ শহরের দিকে আসছিল আব্দুর রহমান। এ সময় বাজারের পাশেই সামনের দিন থেকে আসা গড়াই পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে সে রাস্তার পাশে পড়ে যায়। খবর পেয়ে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ১৩ মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৩ গাজীপুর প্রতিনিধি গাজীপুরের শ্রীপুরে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া ১৩ মোটরসাইকেল উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন, কিশোরগঞ্জের টামনী কোনাপাড়া গ্রামের আ. মালেকের ছেলে কাজল মিয়া (২৯), গাজীপুরের বেলাশী গ্রামের মাইনুদ্দিনের ছেলে আবুসাইদ (২০) ও আমরাইদ গ্রামের রফিকের ছেলে মো. শাহীন (২২)। শ্রীপুর থানার উপপরিদর্শক আহসানুজ্জামান জানান, গত ২২ ফেব্রম্নয়ারি শ্রীপুর থানায় মোটরসাইকেল চুরির একটি অভিযোগের পর থেকে চুরির সাথে জড়িতদের আটকে অভিযান পরিচালনা করে ৩ জনকে আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে প্রেক্ষিতে কাপাসিয়া ও শ্রীপুর থেকে চোরাই ১৩টি বিভিন্ন মডেলের মোটরসাইকেল উদ্ধার করা হয়। সীমানা বিরোধে পিটিয়ে হত্যা বাগেরহাট সদর প্রতিনিধি বাগেরহাটের মোরেলগঞ্জে লোকমান মাঝি (৫০) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার দুপুরে বারইখালী গ্রামের পান বিক্রেতা লোকমান মাঝি ও তার স্ত্রী নেহারু বেগমকে মারপিট করে প্রতিবেশীরা। নিহত লোকমানের স্ত্রী নেহারু বেগম ও ছেলে আরিফ মাঝি সাংবাদিকদের জানান, পার্শ্ববর্তী ইউনুছ হাওলাদারের সঙ্গে দীর্ঘদিন ধরে সীমানা নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে ইউনুছসহ কয়েকজন তাকে অতর্কিত মারপিট শুরু করে। এতে লোকমান মাঝি মারা যান। মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজিজুল ইসলাম সাংবাদিকদের জানান, লোকমান মাঝিকে পিটিয়ে হত্যা করা হয়েছে এমন অভিযোগ পেয়েছি। লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সুলতান হাওলাদারের ছেলে ইউনুছকে (৪০) আটক করা হয়েছে।