মেডিকেল প্যাকেজসহ ৩১ মার্চ চেন্নাই যাবে ইউএস-বাংলা

প্রকাশ | ২১ মার্চ ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
প্রথম বাংলাদেশি এয়ারলাইন্স হিসেবে আগামী ৩১ মার্চ থেকে ভারতের চেন্নাইয়ে ফ্লাইট শুরু করতে যাচ্ছে বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রতি বছরই চিকিসৎসার জন্য ভারতের চেন্নাইয়ে যাওয়া বাংলাদেশির সংখ্যা বাড়ছে। দেশের বিপুল সংখ্যক মানুষের কথা বিবেচনা করে কোনো ধরনের লাভের চিন্তা মাথায় না রেখে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবেই এ রুট চালু করছে সংস্থাটি। ঢাকা ও চট্টগ্রাম থেকে সপ্তাহে তিন দিন চলবে ফ্লাইট। বুধবার দুপুর পৌন ১২টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সংবাদ সম্মেলনে একথা জানান ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ। সংবাদ সম্মেলনে ইউএস-বাংলার প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, শুধু ফ্লাইট চালু নয়, দেশের মানুষের চিকিৎসাসেবা সহজ করতে হেলথ প্যাকেজও থাকছে। চেন্নাইয়ের অ্যাপলো হাসপাতালে ৩ দিন ২ রাতের হেলথ প্যাকেজ নির্ধারণ করা হয়েছে ৩৭ হাজার ৯৯০ টাকা। আর কলকাতায় ২২ হাজার ৫শ টাকা। অপরদিকে চট্টগ্রাম থেকে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে হেলথ প্যাকেজ নির্ধারণ করা হয়েছে ৩৭ হাজার ৯৯০ টাকা। আর কলকাতায় ২৫ হাজার ৫শ টাকা। সংবাদ সম্মেলনে বলা হয়, হেলথ প্যাকেজে রিটার্ন এয়ার টিকিট, দুই জনের জন্য ২ রাত ৩ দিন থাকার ব্যবস্থা, সকালের নাস্তা, ফ্রি ভিসা ইনভাইটেশন লেটার, ফ্রি ডক্টরস অ্যাপয়নমেন্ট, ফ্রি এয়ারপোর্ট পিক-আপসহ অ্যাপলো মাস্টার হেলথ প্যাকেজ অন্তর্ভুক্ত রয়েছে। কোনো সুদ ছাড়াই ৬ মাসের ইএমআই-এ টাকা পরিশোধ করার সুবিধা রয়েছে। এছাড়াও পর্যটকদের জন্য নূ্যনতম ৩২ হাজার ৪৯০ টাকায় ৩ দিন ২ রাতের হলিডে প্যাকেজ সুবিধা থাকছে। হলিডে প্যাকেজে ঢাকা-চেন্নাই-ঢাকা রিটার্ন এয়ার টিকিট, ২ জনের জন্য ২ রাত ৩ দিন, সকালের নাস্তা, ফ্রি এয়ারপোর্ট পিক-আপ অন্তর্ভুক্ত।