ভারতে উচ্চশিক্ষার সুযোগ নেয়ার আহŸান শ্রিংলার

প্রকাশ | ১৯ জুলাই ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
হষর্ বধর্ন শ্রিংলা
উচ্চশিক্ষার জন্য ভারত একটি গুরুত্বপূণর্ গন্তব্য জানিয়ে বাংলাদেশি শিক্ষাথীের্দর ভারতে উচ্চশিক্ষার সুযোগ নেয়ার আহŸান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হষর্ বধর্ন শ্রিংলা। তিনি বলেন, ভারতে প্রায় ৮০০ বিশ্ববিদ্যালয় ও ৩৮ হাজার কলেজ রয়েছে। ইংরেজি ভাষাভাষী বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ ভারত আধুনিক সুবিধাসহ বিশ্বমানের উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে। বুধবার রাজধানীর ফামের্গটে কৃষিবিদ কনভেনশন হলে পঞ্চম ভারতীয় শিক্ষামেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ভারতীয় হাইকমিশনার। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হষর্ বধর্ন শ্রিংলা বলেন, ভারতের শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলাদেশি শিক্ষাথীের্দর পড়াশোনা করার জন্য ভিসা সমস্যা নেই। বাংলাদেশি শিক্ষাথীর্রা তিন বছর মেয়াদে ভারতের ভিসা সুবিধা পেয়ে থাকে। ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি (এনআইটি), গুজরাট টেকনোলজিক্যাল ইউনিভাসিির্ট, জওহরলাল নেহরু টেকনোলজিক্যাল ইউনিভাসিির্ট, যাদবপুর বিশ্বদিব্যালয়, বধর্মান বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়সহ ভারতের শীষর্স্থানীয় ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষামেলায় অংশ নিয়েছে। সন্তানদের ভবিষ্যৎ গড়তে এসব প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা দেয়ার জন্য অভিভাবকদের প্রতি আহŸান জানান ভারতীয় হাইকমিশনার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ‘সেপ’ ইভেন্টস অ্যান্ড মিডিয়া প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সঞ্জয় থাপা। রাজধানীর ফামের্গটে কৃষিবিদ কনভেনশন হলে বুধবার দুই দিনব্যাপী শিক্ষামেলা শুরু হয়। আজ ১৯ জুলাই মেলা শেষ হবে। শিক্ষামেলায় অংশ নেয়া ভারতের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ার বিষয়ে শিক্ষাথীর্ ও অভিভাবকরা বিস্তারিত জানতে পারবেন। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পযর্ন্ত এ মেলা চলবে।