চট্টগ্রাম সফটওয়্যার টেকনোলজি পাকর্ স্থাপনে চুক্তি সই

প্রকাশ | ১৯ জুলাই ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
চট্টগ্রাম নগরের আগ্রাবাদে সিঙ্গাপুর-ব্যাংকক মাকেের্ট ‘চট্টগ্রাম সফটওয়্যার টেকনোলজি পাকর্’ স্থাপনে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সঙ্গে বাংলাদেশ হাইটেক পাকর্ কতৃর্পক্ষের এমওইউ (সমঝোতা স্মারক চুক্তি) সই হয়েছে। বুধবার সকালে নগরের পঁাচ তারকা হোটেল রেডিসন বøুতে চুক্তি সই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন। অনুষ্ঠানে চসিকের পক্ষে প্রধান নিবার্হী কমর্কতার্ মো. সামসুদ্দোহা ও বাংলাদেশ হাইটেক পাকর্ কতৃর্পক্ষের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক হোসেনে আরা বেগম এমওইউতে স্বাক্ষর করেন। সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনিমাের্ণ এ প্রকল্প গুরুত্বপূণর্ ভূমিকা রাখবে। পাশাপাশি নগরের আগ্রাবাদে সিঙ্গাপুর-ব্যাংকক মাকেের্ট ‘চট্টগ্রাম সফটওয়্যার টেকনোলজি পাকর্’ নিমির্ত হলে ব্যাপক কমর্সংস্থানের সুযোগ সৃষ্টি হবে। বতর্মান ৫ তলা বিশিষ্ট সিঙ্গাপুর-ব্যাংকক মাকের্টকে ১১ তলায় উন্নীত করে সেখানে আইটি পাকর্ নিমার্ণ করা হবে। প্রায় এক লাখ বগর্ফুটের এ আইটি পাকের্ অত্যাধুনিক তত্ত¡-প্রযুক্তির পাশাপাশি থাকবে আধুনিক সুযোগ-সুবিধা। বাংলাদেশ হাইটেক পাকের্র কমর্কতার্রা জানান, অত্যাধুনিক সুযোগ-সুবিধা সংবলিত ছয় থেকে ১১ তলা পযর্ন্ত নিমির্তব্য এ সফটওয়্যার টেকনোলজি পাকির্টতে প্রায় এক লাখ বগর্ফুট স্পেস তৈরি হবে। পাকির্টর নিমার্ণকাজ শেষ হবে ২০১৯ সালের নভেম্বরে। আইটি/আইটিইএস শিল্পের বিকাশ, দেশীয় শিল্প উদ্যোক্তাদের সক্ষতা বৃদ্ধি, নতুন কমর্সংস্থানের সুযোগ সৃষ্টি ও আথর্-সামাজিক সমৃদ্দি অজের্নর ক্ষেত্রে এ সফটওয়্যার টেকনোলজি পাকর্ গুরুত্বপূণর্ ভ‚মিকা রাখবে। অনুষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী একেএম ফজলুল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. হানিফ সিদ্দিকী প্রমুখ বক্তব্য রাখেন।