উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে ১০৫ ম্যাজিস্ট্রেট নিয়োগ

প্রকাশ | ২২ মার্চ ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
চলমান উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপের ভোটগ্রহণ উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষায় ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনায় ১০৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। বুধবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এসব নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে। আগামী ২৪ মার্চ তৃতীয় ধাপে দেশের ২৫ জেলার ১২০ উপজেলা পরিষদে নির্বাচন উপলক্ষে নিয়োগ করা ম্যাজিস্ট্রেটরা ২২ থেকে ২৫ মার্চ পর্যন্ত নির্বাচনী এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন অপরাধ প্রতিরোধ এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন সংক্রান্ত অপরাধ প্রতিরোধে দায়িত্ব পালন করবেন। নিয়োগপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ২১ মার্চ সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের কাছে আবশ্যিকভাবে যোগদান করবেন। বিভাগীয় কমিশনাররা প্রয়োজনীয়তার নিরিখে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব বণ্টন করবেন বলে আদেশে বলা হয়েছে।