সংবাদ সংক্ষপে

প্রকাশ | ২২ মার্চ ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
হাতির আক্রমণে যুবকের মৃতু্য কক্সবাজার প্রতিনিধি টেকনাফে বন্য হাতির আক্রমণে মোহাম্মদ করিম উলস্নাহ (২২) নামের এক রোহিঙ্গা যুবকের মৃতু্য হয়েছে। বুধবার রাতে আলীখালি রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ে জ্বালানি কাঠ আনতে গেলে এ ঘটনা ঘটে। নিহত করিম হ্নীলা আলীখালি রোহিঙ্গা শিবিরের ডি বল্কের ছলিম উলস্নাহর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো রাতে রোহিঙ্গা শিবিরের পাশে পাহাড় থেকে জ্বালানি কাঠ নিয়ে ফেরার পথে একটি হাতিটির আক্রমণে তার মৃত্যু হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে পুলিশ। নয়াপাড়া রোহিঙ্গা শিবিরের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেছেন। আগুনে পুড়ল তুলার মিল পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি রাজশাহীর পুঠিয়ার মঙ্গলপাড়ায় আগুনে তুলার একটি মিল পুড়ে গেছে। এতে মঙ্গলপাড়া এলাকার তুলার মিলের মালিক বাবলু রহমান (২৬) পথে বসেছে। জানা গেছে, রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের মঙ্গলপাড়ায় বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে হঠাৎ করে মিলে আগুন লাগে মওলা কটন মিলস (তুলার মিলে) প্রায় ৩৫ লাখ টাকার মালামাল পুরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের ঘটনা না ঘটলেও সেই মিলের সবকিছু পুড়ে যায়। এ ব্যাপারে বৃহস্পতিবার সকালে সংশ্লিষ্ট থানায় জিডি করেছে মিল কর্তৃপক্ষ। ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি নোয়াখালীর সোনাইমুড়ীতে ১৭০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছেনর্ যাব-১১-এর সদস্যরা। লক্ষ্ণীপুর জেলারর্ যাব-১১ বিএডি মহসিনের নেতৃত্বে উপজেলার বারগাঁও ইউপির বারগাঁও গ্রাম থেকে তাদের আটক করা হয়। এরা হলেন- আবুল কাশেমের ছেলে ইয়াসিন (২২) ও সেনবাগ উপজেলার ফজলুল হকের ছেলে কামাল উদ্দিন (২৮)। অভিযানকালে তাদের উভয়ের দেহ তলস্নাশি করে ১৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। ট্রেন থেকে পড়ে যুবকের মৃতু্য কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের কালীগঞ্জে ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাতনামা (২৬) এক যুবকের মৃতু্য হয়েছে। কালীগঞ্জ পৌরসভার মূলগাঁও মাদ্রাসা সংলগ্ন রেল লাইনে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার দুপুরে নিহতের মরদেহ উদ্ধার করেছে নরসিংদী রেলওয়ে ফাঁড়ি পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ে ভৈরব থানার ওসি আব্দুল মজিদ। নরসিংদী রেলওয়ে ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহ আলম জানান, বৃহস্পতিবার সকালের রেল লাইনের মিস্ত্রী ইদ্রিস আলী কাজ করতে গিয়ে অজ্ঞাত ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে নরসিংদী ফাঁড়িতে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। অজ্ঞাত যুবকের ১ হাত ও ১ পা কেটে গেছে। ট্রেনের বারিতে মাথাও ফেটে গেছে। ধারণা করা হচ্ছে, রাতে কোন ট্রেন থেকে পড়ে এ ঘটনা ঘটেছে। পানিতে পড়ে শিশুর মৃতু্য আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা বরিশালের আগৈলঝাড়ায় পানিতে পড়ে এক শিশুর মৃতু্য হয়েছে। বুধবার উপজেলার সুজনকাঠী গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা জানান, উপজেলার গৈলা ইউনিয়নের সুজনকাঠী গ্রামে মামা বাড়ি বেড়াতে যায় গৌরনদী উপজেলার বিজয়পুর গ্রামের জাকির পাইকের সাত বছরের ছেলে সাজ্জাদ পাইক। সেখানে বুধবার বিকালে খেলতে গিয়ে সবার অজান্তে মামা বাড়ির পুকুরে পড়ে যায়। বাড়ির লোকজন বিভিন্ন স্থানে খোঁজা খুজি করেন। এক পর্যায়ে পুকুর থেকে সাজ্জাদ পাইককে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. আল মামুন তাকে মৃতু্য ঘোষনা করেন। শ্রীমঙ্গলে ৩ ফার্মেসিকে জরিমানা শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার অধিদপ্তর অভিযান চালিয়ে ৩টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে। বুধবার দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলার সাগর দীঘি রোড, মৌলভীবাজার রোড, শ্রীমঙ্গল থানার সামনে এ অভিযান চালানো হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানকালে সাগর দীঘি রোডে অবস্থিত শাহী ফার্মেসিকে ১০ হাজার টাকা, মৌলভীবাজার রোডে অবস্থিত শ্রীমঙ্গল ঔষধালয়কে ২ হাজার টাকা, শ্রীমঙ্গল থানার সামনে অবস্থিত সৈয়দ ফার্মেসিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।