সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২৩ মার্চ ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
বাগেরহাটে নারীকে গলাকেটে হত্যা বাগেরহাট প্রতিনিধি বাগেরহাট শহরে হোসনে আরা বেগম (৬০) নামে এক নারীকে নিজ বাড়িতে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বাগেরহাট পৌরশহরের দক্ষিণ সরুই এলাকায় পুরাতন পুলিশ লাইনের পেছনে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। তবে কারা কী কারণে ওই নারীকে হত্যা করেছে তা পুলিশ নিশ্চিত করে বলতে পারেনি। রাতেই বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত হোসনে আরা বেগম বাগেরহাট শহরের দক্ষিণ সরুই এলাকার গণপূর্ত বিভাগের অবসর প্রাপ্ত প্রকৌশলী মো. আব্দুর রহিমের স্ত্রী। তিনি গত ১৮ মার্চ ওমরা হজ পালন করতে বর্তমানে সৌদি আরবে রয়েছেন। চাকরির সুবাধে তার তিন ছেলে বাইরে থাকেন বাড়িতে কেউই থাকেন না। পুলিশ জানায় নিহতের স্বামীসহ পরিবারের সদস্যরা বাড়িতে না থাকার সুযোগ নিয়ে বৃহষ্পতিবার রাতে দুর্বৃত্তরা ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করে লাশ ফেলে রেখে পালিয়ে যায়। প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি সিরাজগঞ্জের বেলকুচিতে রাস্তা নির্মান নিয়ে দ্বন্ধে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত নিহত হয়েছেন। নিহত জহুরুল ইসলাম জহু (৬০) মৃত আব্দুল হামিদের ছেলে। এ ঘটনায় হামলাকারী বাছেদ আলীর স্ত্রী লতা খাতুন আছিয়া (৪০) কে আটক করেছে পুলিশ। বেলকুচি থানার ওসি আনোয়ারুল ইসলাম ও স্থানীয়রা জানান, মুকন্দগাঁতীর বাড়ির পাশ দিয়ে একটি রাস্তা নির্মান নিয়ে বাছেদ আলীর স্ত্রী লতা খাতুন আছিয়া ও জহু মিয়ার সাথে দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে সামাজিক ভাবে ইতিপুর্বে দেন-দরবারও হয়েছে। শুক্রবার দুপুরে রাস্তাটি নির্মানকালে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। তখন আছিয়া খাতুনের আহবানে সাড়া দিয়ে তার ছেলে ও স্বজনেরা জহু মিয়াকে মারধর এবং সাফল দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃতু্য হয়। নিহতের লাশ ময়না তদন্তে প্রেরণ ও মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে। ক্লিনিক ম্যানেজারের লাশ উদ্ধার ফরিদপুর প্রতিনিধি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় ওয়াকিব শিকদার (২৪) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে আলফাডাঙ্গা থানা পুলিশ। সে আলফাডাঙ্গার নাজমা মেডিকেয়ার ক্লিনিকের ম্যানেজার ও পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার দেউলি গ্রামের জলিল শিকদারের ছেলে বলে জানিয়েছে পুলিশ। আলফাডাঙ্গা থানার ওসি রেজাউল করিম জানান, মঙ্গলবার রাতে বাড়ি থেকে কে বা কারা ডেকে নিয়ে যায় ওয়াকিবকে। তারপর থেকে নিখোঁজ ছিল সে। এ বিষয়টি পরিবারের পক্ষ থেকে থানায় জানালে আমরা তাকে উদ্ধারের চেষ্টা করি। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় তার গ্রামের বিলস্নাল নামের এক বন্ধুকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের তার দেওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার রাত ২টার দিকে আলফাডাঙ্গা উপজেলার মিঠাপুর চরপাড়া বারাশিয়া নদী সংলগ্ন একটি ঝোপ থেকে ওয়াকিবের লাশ উদ্ধার করা হয়। হিলিতে ট্যাবলেট ও প্রসাধনী উদ্ধার হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা দিনাজপুরের হিলি সীমান্তের সাতকুড়ি এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে চোরাইপথে দেশে আনা প্রায় ৪০লাখ টাকা মুল্যের ভারতীয় বিপুল পরিমান গরুমোটাতাজাকরণ ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি হিলির মংলা বিওপি ক্যাম্প কমান্ডার আবু সাঈদ জানান, শুক্রবার ভোররাতে বিজিবির একটি বিশেষ টহল দল হিলি সীমান্তের সাতকুড়ি এলাকায় অভিযান চালায়। এসময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে কয়েকটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ওই স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমান প্রসাধন সামগ্রী ও গরুমোটাতাজাকরণ ট্যাবলেট উদ্ধার করে যার মূল্য প্রায় ৪০ লাখ টাকা। দৌলতখানে যুবকের রহস্যজনক মৃতু্য দৌলতখান (ভোলা) সংবাদদাতা ভোলার দৌলতখানে মো. রাসেল তুফানী (২২) নামের এক যুবকের রহস্য জনক মৃতু্য হয়েছে। মৃত রাসেল উপজেলার চরখলিফা ইউনিয়নের কলোকোপা ২নং ওয়ার্ডের তুফানী বাড়ির ইউসুফের ছেলে। সে এক বছর পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকালে রাসেল ইটের ভাটায় কাজ শেষে সন্ধায় বাড়িতে আসে। এরপর রাতে শশুর বাড়িতে যায়। ওই দিন রাতে রাসেল শশুর বাড়ি থেকে এসে নিজ বাড়িতে ঘুমিয়ে পড়ে। পরদিন ভোর বেলা পার্শ্ববর্তী বাগানের পুকুর পাড়ে গাছের সাথে তার ঝুলন্ত লাশ দেখে পরিবারের লোকজন বিষয়টি থানা পুলিশকে জানায়। পুলিশ এসে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে তদন্ত কর্মকর্তা এসআই মেহেদী হাসান বলেন, খবর ফেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসে ময়না তদন্তের জন্য ভোলা মর্গে পাঠানো হয়েছে। চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের শেখপুরা গ্রামে জমি নিয়ে বিরোধের কারণে আপন চাচাতো ভাইয়েরা রড দিয়ে পিটিয়ে হত্যা করল বাচ্চু শেখ (৪০) কে। বাচ্চু শেখ শেখপুরা গ্রামের মৃত বাদশা শেখের ছেলে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বসত বাড়ির জমি নিয়ে বাচ্চু শেখের সাথে তার চাচাতো ভাই খোকন শেখ ও মোমিন শেখের বিরোধ চলছিল। গত বুধবার দুপুরে বাড়ির জমি মাপ দেয়ার সময় প্রথমে তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে খোকন শেখ ও মোমিন শেখ রড দিয়ে পিটিয়ে চাচাতো ভাই বাচ্চু শেখকে আহত করে। আহত অবস্থায় শুক্রবার সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃতু্য হয়। এ ব্যাপারে বাচ্চু শেখের ছোট ভাই ইবাদত শেখ বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।