সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২৪ মার্চ ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
পৌনে ৮ কোটি টাকার স্বর্ণ উদ্ধার যাযাদি রিপোর্ট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৬ কেজি চোরাই সোনা পাওয়া গেছে, যার বাজার মূল্য পৌনে ৮ কোটি টাকা। শনিবার প্রথম প্রহরে বিমানবন্দরের টয়লেটে এই সোনা পাওয়া যায় বলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭ নম্বর বোর্ডিং ব্রিজের পাশে পুরুষ টয়লেটে আবর্জনা ফেলার ঝুড়ির ভেতরে সাদা স্কচটেপে মোড়ানো অবস্থায় নয়টি প্যাকেট পেয়ে তা খুলে সোনার বার পাওয়া যায়। মোট ৪৮টি সোনার বার ছিল প্যাকেটগুলোর মধ্যে, যার মোট ওজন ১৫ কেজি ৭৩ গ্রাম। এই সোনার বাজার মূল্য ৭ কোটি ৮৬ লাখ ৯০ হাজার টাকা বলে জানিয়েছেন শুল্ক কর্মকর্তারা। ইউপি সদস্যের মরদেহ উদ্ধার হবিগঞ্জ প্রতিনিধি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার যাত্রাপাশা এলাকায় শুক্রবার রাত ৮টার দিকে বাড়ির পাশের একটি পুকুর পাড় থেকে ময়না মিয়া (৬৫) নামে এক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়না মিয়া উপজেলার ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার। বানিয়াচং থানার ওসি মো. রাশেদ মোবারক জানান, প্রতিবেশীরা বাড়ির পাশের পুকুর পাড়ে ময়না মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মরদেহের গায়ে অসংখ্য ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। গলা কেটে তার মৃতু্য নিশ্চিত করা হয়েছে। আগুনে পুড়ল চার দোকান বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হিলচিয়া বাজারের ঝন্টু সাহা মার্কেটে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে বিদু্যতের শট সার্কিট থেকে আগুনে পুড়ে গেছে ৪টি দোকান। এতে ক্ষতির পরিমাণ প্রায় ২০ লক্ষ টাকা হবে বলে দমকল বাহিনী ও বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন। বাজিতপুর থানার ওসি খলিলুর রহমান মজুমদার জানান, শুক্রবার রাতে মার্কেটের নাছির উদ্দিনের মুদির দোকানের পাশে একটি মিটার থেকে আগুন লেগে তার দোকান, পাশের নবকুমার ঋষি দাসের সেলুন, লক্ষ্ণী কান্ত দাসের সাউন্ড সিস্টেমের দোকানসহ চারটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। রাত ২টার দিকে দমকল বাহিনীর সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কালবৈশাখী ঝড়ে শ্রমিকের মৃতু্য মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়নের ছোট হারজী গ্রামে শুক্রবার রাতে কালবৈশাখী ঝড়ে গাছচাপায় জাকির তালুকদার (২৮) নামে এক নির্মাণশ্রমিকের মৃতু্য হয়েছে। জাকির উপজেলার দাউদখালী ইউনিয়নের দেবেত্র গ্রামের হযরত আলী তালুকদারের ছেলে। মঠবাড়িয়া থানার ওসি এম আর শওকত আনোয়ার জানান, কাজ শেষে মিরুখালী বাজার থেকে বাড়ি ফেরার পথে হঠাৎ কালবৈশাখীর কবলে পড়েন জাকির। এ সময় উদখালী ইউনিয়নের ছোট হারজী গ্রামের আমুয়া-মিরুখালী সড়কের একটি বড় চাম্বল গাছ ভেঙে তার মাথার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃতু্য হয়। পুলিশের অভিযানে তিনজন আটক পার্বতীপুর (দিনাজপুর) সংবাদদাতা দিনাজপুরের পার্বতীপুরে শনিবার সকালে রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ৮২ বোতল ফেন্সিডিল ও ২২ পুরিয়া গাঁজাসহ চিহ্নিত ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ। পার্বতীপুর রেলওয়ে থানার ওসি এস এম আরিফুর রহমান জানান, পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে ৮২ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল ও ২২ পুরিয়া গাঁজাসহ মো. সাব্বির (২০), রুবেল (২০) এবং আসাদুলকে (৩০) গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে পার্বতীপুর রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। ছোট ভাইয়ের স্ত্রীকে কুপিয়ে জখম রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার হাটাব মাছুমাবাদ এলাকায় শনিবার সকালে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভাসুর তার আপন ছোট ভাইয়ের স্ত্রী বিলকিছ আক্তারকে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, বিলস্নাল হোসেনের বড় ভাই নুরুল হকের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধের জেরে শনিবার সকালে নুরুল হক ও তার স্ত্রী সালেহার সাথে ছোট ভাইয়ের স্ত্রী বিলকিছ আক্তারের বাকবিতন্ডা হয়। একপর্যায়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে নুরুল হক। স্থানীয়রা তাকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করেন। এ ব্যাপারে বিলকিছ আক্তারের স্বামী বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা করেছেন।