মামলা ছাড়া আগাম জামিন নিয়ে হাইকোটের্র প্রশ্ন

প্রকাশ | ২০ জুলাই ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
অবৈধ সম্পদ অজের্নর অভিযোগে আপিল বিভাগের সাবেক বিচারপতি মো. জয়নুল আবেদীনের আগাম জামিন নিয়ে প্রশ্ন করেছে আদালত। এ সময় আদালত তার আইনজীবীর কাছে জানতে চান, মামলা ছাড়া আগাম জামিন হয়েছে এমন নজির আছে কিনা? অবৈধ সম্পদ অজের্নর অভিযোগে আপিল বিভাগের সাবেক বিচারপতি মো. জয়নুল আবেদীনের আগাম জামিন নিয়ে জারি করা রুল খারিজের ওপর রায় না দিয়ে বৃহস্পতিবার এমন প্রশ্ন করে হাইকোটর্। এ বিষয়ে শুনানি শেষে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি ড. কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোটর্ বেঞ্চ রায় ঘোষণার জন্য আগামী ২৩ জুলাই দিন ঠিক করেন। আদালতে দুনীির্ত দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। বিচারপতি জয়নুল আবেদীনের পক্ষে ছিলেন ব্যারিস্টার মইনুল হোসেন। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটির্ অ্যাটির্ন জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। ডেপুটির্ অ্যাটির্ন জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক জানান, এর আগে গত ১০ জুলাই এ বিষয়ে শুনানি হয়েছিল। ওইদিন শুনানি করে পরবতীর্ শুনানি ও রায়ের জন্য ১৭ জুলাই দিন ঠিক করে আদালত। সেদিন সময় আবেদনের পরিপ্রেক্ষিতে ১৯ জুলাই রায়ের জন্য দিন ঠিক করেন। গতকাল নিধাির্রত দিনে বিচারপতি জয়নুল আবেদীনের আইনজীবীকে মামলা ছাড়া জামিনের কোনো সিদ্ধান্ত হয়Ñ এমন নজির উপস্থাপন করতে বলেন। তিনি আবারও সময় প্রাথর্না করেন। তাই মামলায় ২৩ জুলাই পরবতীর্ তারিখ ঠিক করা হয়েছে। আমিন উদ্দিন মানিক বলেন, কোটর্ বিচারপতির আইনজীবী ব্যারিস্টার মঈনুল হোসেনের কাছে জানতে চান, মামলা ছাড়া আগাম জামিন হয়েছেÑ এমন নজির আছে কিনা? তিনি আদালতে কোনো ডিসিশন জানাতে পারেননি। পরে এ বিষয়ে তিনি সময় চান। কোটর্ও কিছু ডিসিশন দেখে আসতে বলেন। পরে আদালত আইনজীবীর সময় আবেদন মঞ্জুর করে ২৩ জুলাই সোমবার রায়ের জন্য ধাযর্ করে। ওইদিন রায়ের জন্য বিষয়টি কজলিস্টের প্রথমে থাকবে বলেও জানান তিনি।