ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩৩ জন হাসপাতালে

মৃতু্য নেই

প্রকাশ | ০৬ জানুয়ারি ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
দেশে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৩ জন। তবে এ সময় রোগটিতে কারও মৃতু্য হয়নি। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকার ১৭, আর ঢাকার বাইরে এ সংখ্যা ১৬। সব মিলিয়ে এ বছরের প্রথম পাঁচদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ৩২৩ জন। তাদের মধ্যে ঢাকায় ১১৫ জন, বাকি ২০৮ জন ভর্তি হয়েছে ঢাকার বাইরে। শুক্রবার সকালে চিকিৎসার জন্য দেশের বিভিন্ন হাসপাতালে গেছেন ৪৫১ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ২২১ জন ঢাকায় এবং ২৩০ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। গত বছর রোগটিতে আক্রান্ত হয় ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন, যাদের মধ্যে ১৭০৫ জনের মৃতু্য হয়েছে। এত মৃতু্য ও আক্রান্ত এর আগে কোনো বছরই দেখেনি বাংলাদেশ।