ঢাকা থেকে চলে গেল অস্ট্রেলিয়ার ভিসা সেন্টার

প্রকাশ | ২০ জুলাই ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
কানাডা ও ব্রিটেনের পর এবার ঢাকা থেকে ভিসা সেন্টার সরিয়ে নিল অস্ট্রেলিয়া সরকার। ঢাকা থেকে ভিসা অফিস সারিয়ে নিয়ে ভারতের নয়াদিল্লিতে স্থানান্তর করা হয়েছে। যা ১৯ জুলাই, বৃহস্পতিবার থেকে কাযর্কর হয়েছে। ঢাকা থেকে ভারতে স্থানান্তর করার ফলে এখন থেকে নয়াদিল্লির অস্ট্রেলিয়া মিশন বাংলাদেশিদের ভিসা, ইন্টারভিউ এবং কনস্যুলার সংক্রান্ত অন্যান্য সেবা প্রদান করবে। ঢাকায় অস্ট্রেলিয়া হাইকমিশন মনোনীত ভিএফএস সেন্টার কেবলমাত্র ভিসা আবেদন গ্রহণ করবে এবং নয়াদিল্লিতে ভিসার ব্যাপারে সিদ্ধান্তের পর পাসপোটর্ ডেলিভারি দেবে। বেশ কয়েক বছর আগে যুক্তরাজ্য ও কানাডা ঢাকা থেকে ভিসা সেন্টার সরিয়ে নিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অস্ট্রেলিয়া সরকারের ইমিগ্রেশন বিভাগ আঞ্চলিক ভিত্তিতে কয়েকটি দেশের জন্য একটি ভিসা কেন্দ্র প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে।