সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২০ জুলাই ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
ট্রেনের ধাক্কায় কৃষকের মৃত্যু লালমনিরহাট প্রতিনিধি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ট্রেনের ধাক্কায় আবদুর রহমান (৩৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে লালমনিরহাট-বুড়িমারী রেলরুটের উপজেলার দীঘিরহাট রেলক্রসিং এলাকায় এ দুঘর্টনা ঘটে। নিহত আবদুর রহমান উপজেলার সিঙ্গিমারী গ্রামের কছির উদ্দিনের ছেলে। প্রত্যক্ষদশীর্রা জানান, ধান রোপণ করতে মাঠে যাচ্ছিলেন কৃষক আব্দুর রহমান। এ সময় দীঘিরহাট এলাকায় রেলক্রসিং পার হতে গেলে লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী একটি লোকাল ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। জেনেভা ক্যাম্পে অভিযান আটক শতাধিক যাযাদি রিপোটর্ রাজধানীর মোহাম্মদপুর এলাকার অন্যতম মাদক স্পট জেনেভা ক্যাম্পে ফের অভিযান চালিয়ে মাদক সেবন ও বিক্রয়ে জড়িত থাকার দায়ে শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক (এএসপি) মিজানুর রহমান। তিনি জানান, বুধবার রাতভর মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে শতাধিক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-২-এর সদস্যরা। বিস্তারিত যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এর আগে ২০ জুন সকাল থেকে দুপুর পযর্ন্ত মাদকবিরোধী অভিযান চালিয়ে জেনেভা ক্যাম্প থেকে ৫১ জনকে আটক করে পুলিশ। মাদক সেবন ও বিক্রয়ের অভিযোগে তাদের আটক করা হয়। সুপারির খোসায় ২৪ হাজার ইয়াবা কুমিল্লা প্রতিনিধি কুমিল্লার দাউদকান্দি উপজেলায় সুপারির খোসায় রক্ষিত প্রায় ২৪ হাজার ইয়াবাসহ তিন বেঁদে নারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে টোলপ্লাজা সংলগ্ন বলদাখাল এলাকায় ঢাকাগামী হানিফ পরিবহনের যাত্রীবাহী বাস থেকে তাদের আটক করা হয়। আটকদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দাউদকান্দি মডেল থানার পরিদশর্ক (তদন্ত) নুরুল ইসলাম মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জব্দ করা ইয়াবার মূল্য প্রায় ৭২ লাখ টাকা। ইয়াবাসহ যুবক গ্রেপ্তার যাযাদি রিপোটর্ চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার শহীদনগর এলাকা থেকে ১ হাজার পিস ইয়াবাসহ মো. আবদুল আজিজ (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার ভোররাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদশর্ক তপন কান্তি শমার্। গ্রেপ্তার আবদুল আজিজের বাড়ি বঁাশখালী উপজেলার সরল ইউনিয়নে। তপন কান্তি শমার্ বলেন, গোপন সূত্রে খবর পেয়ে বায়েজিদ বোস্তামী থানার শহীদনগর এলাকার নিজ বাসা থেকে ১ হাজার পিস ইয়াবাসহ আবদুল আজিজকে গ্রেপ্তার করা হয়েছে। কভাডর্ভ্যান উল্টে চালক নিহত কুমিল্লা প্রতিনিধি কুমিল্লার চৌদ্দগ্রামে গাড়ির ধাক্কায় একটি কভাডর্ভ্যান উল্টে এর চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকের সহকারী। বৃহস্পতিবার সকালে উপজেলার লাটিমী এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুঘর্টনা ঘটে বলে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফঁাড়ির এসআই মঞ্জুরুল আলম জানান। নিহত নূর নবীর (২৫) বাড়ি বগুড়া সদর উপজেলার চঁাদমুখা গ্রামে। চৌদ্দগ্রাম ফায়ার সাভিের্সর ইনচাজর্ মাঈন উদ্দিন পাটোয়ারী জানান, কুমিল্লা থেকে চট্টগ্রামমুখী কভাডর্ ভ্যানটিকে একটি গাড়ি পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় কভাডর্ভ্যানটি রাস্তায় উল্টে যায়। এতে আহত কভাডর্ভ্যানের চালক ও তার সহকারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কতর্ব্যরত চিকিৎসক চালক নূর নবীকে মৃত ঘোষণা করেন। লেগুনায় অটোর ধাক্কায় নিহত ১ ফেনী প্রতিনিধি ফেনীর সোনাগাজী উপজেলায় থেমে থাকা একটি লেগুনাকে অটোরিকশার ধাক্কার পর এর এক আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। উপজেলার ফাইভ স্টার এলাকার সোনাগাজী-ফেনী সড়কে বুধবার রাতে এ দুঘর্টনা ঘটে বলে সোনাগাজী মডেল থানার ওসি মো. মোয়াজ্জেম হোসেন জানান। নিহত মো. শিপনের (২৮) বাড়ি সোনাগাজীর মঙ্গলকান্দি ইউনিয়নের দক্ষিণ মঙ্গলকান্দি এলাকায়। ওসি মোয়াজ্জেম বলেন, লেগুনা ও অটোরিকশাটি সোনাগাজী থেকে যাত্রী নিয়ে ফেনী যাচ্ছিল। পথে ফাইভ স্টার এলাকায় পুরনো সড়কের মাথায় গিয়ে লেগুনাটি হঠাৎ থেমে যায়। এ সময় পেছনে থাকা একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে লেগুনাটিকে ধাক্কা দেয়।