দাবি না মানলে বিদ্যালয়ে তালা দেবেন শিক্ষকরা

প্রকাশ | ০৫ এপ্রিল ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
টাইম স্কেল ও সিলেকশন গ্রেডসহ সব বকেয়া পাওনাদি এবং সাপ্তাহিক ছুটি দুইদিন করা না হলে লাগাতার ধর্মঘট কর্মসূচিতে যাওয়ার হুমকি দিয়েছেন বাংলাদেশ সরকারি মাধ্যমিকের বঞ্চিত শিক্ষকদের ব্যানারে আন্দোলনরত শিক্ষকরা। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন এবং সাংবাদিক সম্মেলন করে তারা এই হুমকি দেন। এ সময় তারা বেশকিছু দাবি-দাওয়া তুলে ধরেন। দাবিগুলো হলো বকেয়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেডসহ যাবতীয় পাওনাদি অবিলম্বে প্রদান, এন্ট্রি পদ নবম গ্রেড করা, চাকরিতে যোগদানের তারিখ থেকে জেষ্ঠ্যতা গণ্য করা, সপ্তাহে দুইদিন সাপ্তাহিক ছুটি ঘোষণা। সংগঠনের আহ্বায়ক মীর মোহাম্মদ এনায়েত হোসেন বলেন, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আর পেছনে তাকানোর সময় নেই। শিক্ষকদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। দাবি না মানলে বিদ্যালয়ে তালা ঝোলানো ছাড়া উপায় থাকবে না। মানববন্ধন এবং সাংবাদিক সম্মেলন শেষে শিক্ষকরা মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা অধিদপ্তরে স্মারকলিপি দেন।