চবি চারুকলায় বসন্ত গীত ও আবৃত্তি

প্রকাশ | ০৬ এপ্রিল ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গণে শুক্রবার চারুশিল্পী সম্মিলন আয়োজিত বসন্ত উৎসবে নৃত্য করেন শিল্পীরা -যাযাদি
দখিনা হাওয়া, ঝরা পাতার শুকনো নূপুরের নিক্কন, প্রকৃতির মিলনে বসন্ত। চৈত্রের এ পড়ন্ত বেলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গণ সেজেছে অপরূপ সাজে। বসন্তের সাজের সঙ্গে নাচ ও বাউলের গানের সুর অনন্য করে তুলেছে চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গণকে। শুক্রবার সকাল সাড়ে ৮টায় এ বসন্ত উৎসব উদ্বোধন করেন ভারতের কলকাতার আবৃত্তিশিল্পী ও গবেষক ডালিয়া বসু সাহা। উৎসব চলে রাত সাড়ে ৮টা পর্যন্ত। চট্টগ্রাম চারুশিল্পী সম্মিলন এ বসন্ত উৎসবের আয়োজন করে। উদ্বোধনের পর আবৃত্তি করেন অরুণ ভদ্র, শুভ্রা সেনগুপ্তার পরিচালনায় দলীয় নৃত্য পরিবেশন করে স্কুল অব ওরিয়েন্টাল ডান্স, রবীন্দ্র সংগীত পরিবেশন করেন কিংশুক দাশ ও আধুনিক গান পরিবেশন করেন মধুলিকা মন্ডল। বিকালে সেতার বাদন, রবীন্দ্র সংগীত, বসন্তের পংক্তিমালা, একক আবৃত্তি, বাউল গান পরিবেশন করা হয়। চট্টগ্রাম চারুশিল্পী সম্মিলনের আহ্বায়ক বিজন মজুমদার বলেন, প্রতিবছরের মতো এবারও বাংলার চিরায়ত নাচ, গান, বসন্তের পংক্তিমালা, একক আবৃত্তি, বাউল গানসহ নানা অনুষ্ঠান নিয়ে বসন্ত উৎসব সাজানো হয়েছিল।