মিরপুরের 'সাংবাদিক খাল' পুনরুদ্ধারের অঙ্গীকার

প্রকাশ | ১০ এপ্রিল ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
মঙ্গলবার রাজধানীর আফতাবনগরে ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম -যাযাদি
মিরপুরের জলাবদ্ধতার অন্যতম কারণ ভরাট হয়ে যাওয়া 'সাংবাদিক খালটি' ঢাকা ওয়াসাকে পরিষ্কার করে দিতে বলেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেছেন, ওয়াসা দুই-তিন দিনের মধ্যে ব্যবস্থা না নিলে সিটি করপোরেশনের উদ্যোগে ওই খালে পানি চলাচলের ব্যবস্থা করা হবে। মঙ্গলবার রাজধানীর আফতাবনগরে ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মেয়র। তিনি বলেন, 'কালশীর মোড় থেকে মিরপুরের দিকে যে রাস্তাটা গেছে, সেই রাস্তাটায় দেখেছি অসহনীয় অবস্থা। সেখানে একটি সাংবাদিক খাল আছে, সেটি ওয়াসার আন্ডারে। আমরা ওয়াসাকে বলেছি, যদি সেটার ব্যবস্থা না করা হয় তাহলে আমাদের সিটি করপোরেশনের যত যন্ত্রপাতি আছে, এসব দিয়ে ওই খাল এবং খালের আশপাশে যে সবের জন্য জলাবদ্ধতা হচ্ছে, সেখানে আমি নিজে যাব, নিজে দাঁড়িয়ে থেকে ইমিডিয়েটলি সেটাকে সল্‌ভ করতে চাইব।' মিরপুরে সাংবাদিক আবাসিক এলাকার পাশে কালশী খাল রক্ষণাবেক্ষণের জন্য দেয়াল তুলে ২২ ফিট চওড়া ড্রেন করে দেয়া হয়েছিল। পূরবী-কালশী রোড থেকে ১১নম্বর বাউনিয়া বাজার রোড কালভার্ট পর্যন্ত প্রায় আধা কিলোমিটার ওই খাল বর্জ্য আর বালিতে ভরাট হয়ে গেছে। কিছু অংশ চলে গেছে অবৈধ দখলে, ভরাট করে গড়ে তোলা হয়েছে স্থাপনা। পানি বের হওয়ার পথ বন্ধ থাকায় প্রতি বর্ষা মৌসুমে সিটি করপোরেশন ৫ নম্বর ওয়ার্ডে সৃষ্টি হয় জলাবদ্ধতা। ফলে ওই এলাকার কয়েক লাখ মানুষকে ভোগান্তি পোহাতে হয়। জনগণের অভিযোগ পাওয়ার পর সিটি করপোরেশন বসে থাকতে পারে না মন্তব্য করে মেয়র বলেন, 'আজকে সিটি করপোরেশনের ইঞ্জিনিয়ারিং ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ সেখানে গেছে। তারা আমাকে রিপোর্ট দেবে, সে অনুসারে কাল-পরশুর ভেতরে অথবা দুই থেকে তিন দিনের মধ্যে আমি অ্যাকশন নেব।' রামচন্দ্রপুর খালসহ আশপাশের কয়েকটি খাল ভরাট হয়ে যাওয়ায় মিরপুর এলাকায় জলাবদ্ধতা প্রকট আকার ধারণ করেছে বলে জানান মেয়র আতিকুল। অন্যদের মধ্যে স্থানীয় সংসদ সদস্য একেএম রহমতউলস্নাহ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য শহিদুল হাসান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।