সংবাদ সংক্ষপে

প্রকাশ | ১১ এপ্রিল ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ঢাকায় অভিযানে গ্রেপ্তার ৯৩ যাযাদি রিপোর্ট রাজধানীতে মাদকদ্রব্য সেবন ও বিক্রির অভিযোগে ৯৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মো. মাসুদুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছে চার হাজার ৯৭টি ইয়াবা, চার হাজার ৮২৩ পুরিয়া হেরোইন, ৭৭ কেজি গাঁজা ও ৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানাগুলোতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৯টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান মাসুদুর রহমান। বজ্রপাতে স্কুল ছাত্রীর মৃতু্য বাগেরহাট প্রতিনিধি বাগেরহাটে স্কুলে যাওয়ার পথে বজ্রপাতে রেশমা আক্তার (১২) নামে এক স্কুলছাত্রীর মৃতু্য হয়েছে। বুধবার সকালে ওই ছাত্রীর মৃতু্য হয়। সদর উপজেলার বেমরতা দত্তকাঠি গ্রামের ভ্যানচালক সাইফুল ইসলামের মেয়ে রেশমা কচুয়া উপজেলার গোয়ালমাঠ বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। বেমরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন টগর জানান, স্কুলে যাওয়ার পথে কচুয়া উপজেলার উত্তর কাকারবিল এলাকার রাস্তায় পৌঁছলে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে রেশমার মৃতু্য হয়। বৃষ্টি থেমে গেলে স্থানীয় লোকজন তাকে পড়ে থাকতে দেখে স্কুলে খবর দেয়। পরে রেশমার সহপাঠীরা তাকে শনাক্ত করে। জানা যায়, মেধাবী ছাত্রী রেশমা কখনো স্কুল বন্ধ দিত না। তাই বুধবারও মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে ছাতা নিয়ে সে স্কুলের উদ্দেশে রওনা দেয়। বিদু্যৎস্পৃষ্টে যুবকের মৃতু্য হবিগঞ্জ প্রতিনিধি হবিগঞ্জে বিদু্যৎস্পৃষ্ট হয়ে ইয়াকুব আলী (২৫) নামে এক যুবকের মৃতু্য হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টায় সদর উপজেলার পইল গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। মৃত ইয়াকুব আলী ওই গ্রামের দিলাল আলীর পুত্র। হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) তদন্ত জিয়াউর রহমান জানান, ইয়াকুব আলী নামে ওই যুবক তার বাড়িতে বাসার ছাদে উঠে কাজ করছিল। এ সময় অসাবধানতাবশত বিদু্যতের তারের সঙ্গে জড়িয়ে যায় সে। স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বজ্রপাতে বৃদ্ধা নিহত দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা বজ্রপাতে পটুয়াখালীর দশমিনায় আন্তেশা বিবি (৫৫) নামে এক বৃদ্ধার মৃতু্য হয়েছে। বুধবার সকাল ৯টায় উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের চরহোসনাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই এলাকার মৃত মজিবর মৃধার স্ত্রী। অপরদিকে এ ঘটনায় একই পরিবারের আনোয়ারা বিবি (৬০) নামে একজন আহত হয়েছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, আন্তেশা ও আনোয়ারা বাড়ির পাশের ফসলের মাঠ থেকে ছাগল ধরে আনতে গিয়েছিলেন। হঠাৎ বজ্রপাতে দুজনেই গুরুতর আহত হন। পরে স্বজনরা তাদের উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আন্তেশা বিবিকে মৃত ঘোষণা করেন। ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা  সাতক্ষীরার কলারোয়ায় প্রাপ্তি (১৮) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। মঙ্গলবার রাত ৮টার দিকে গলায় ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে। স্থানীয়রা জানান, মাসছয়েক আগে কলারোয়া পৌরসভাধীন গদখালী গ্রামের সিরাজুল ইসলামের পুত্র মামুনের সঙ্গে প্রাপ্তির বিয়ে হয়। তার পিতার বাড়ি যশোরে। মঙ্গলবার সন্ধ্যার পর পারিবারিক অশান্তির জের ধরে অভিমানে ঘরের মধ্যে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে প্রাপ্তি। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, এ ঘটনায় থানায় অপমৃতু্য মামলা হয়েছে। পরে উভয় পরিবারের সমঝোতার ভিত্তিতে বুধবার সকালে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়। ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানা পুলিশ টেকনাফের এক মাদক ব্যবসায়ীকে ৩০ পিচ ইয়াবাসহ বুধবার গ্রেপ্তার করেছে। জানা গেছে, উপজেলার পোনা গ্রামের মো. ছত্তার শিকদারের ছেলে মো. জাহিদ শিকদারের বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবাসহ টেকনাফ উপজেলার নাইটংপাড়া গ্রামের আ. রহিমের ছেলে মো. হাসান উলস্নাহকে গ্রেপ্তার করা হয়। হাসান দীর্ঘ দিন ধরে পেটের ভিতরে করে ইয়াবা নিয়ে আসে বলে স্বীকার করেছে। জাহিদ তা বিভিন্ন লোকের কাছে বিক্রি করে। অভিযানকালে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে জাহিদ পালিয়ে যায়।