'গণভবন থেকে বঙ্গভবন' মানববন্ধন করবে সিপিবি

প্রকাশ | ১৩ এপ্রিল ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
নুসরাত হত্যাকান্ডের বিচার দাবিতে 'গণভবন থেকে বঙ্গভবন' পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। শুক্রবার দলটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নুসরাত হত্যাকান্ডের বিচার দাবিতে শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করবে দলটি। সিপিবি 'গণভবন থেকে বঙ্গভবন' রুটের বিভিন্ন স্থানে মানববন্ধনে অংশ নেবে। কেন্দ্রীয় ও ঢাকা কমিটির নেতারা এসব স্থানে বিক্ষোভ প্রতিবাদের নেতৃত্ব দেবেন। মানববন্ধনের 'গণভবন' প্রান্তে অবস্থান নেবেন সিপিবি সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম এবং 'বঙ্গভবন' প্রান্তে অবস্থান গ্রহণ করবেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। মানববন্ধনের পাশাপাশি একই সময়ে সারাদেশে জেলা-উপজেলার সমাজের সকল স্তরের জনগণকে নিয়ে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ করবে সিপিবি। সিপিবির পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কর্মসূচিতে ঢাকা শহরে বসবাসরত সমাজের বিভিন্ন পর্যায়ের নারী-পুরুষ অংশ নেবেন। \হব্যক্তির পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল-শ্রমিক-কৃষক-ক্ষেতমজুর-হকার, ছাত্র-যুব-শিশু-নারী, পেশাজীবী, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন নিজস্ব ব্যানার নিয়ে কর্মসূচিতে অংশ নেবে।