সম্পর্কহীনতাই ছাত্র রাজনীতির সংকটের কারণ: মেনন

প্রকাশ | ২১ এপ্রিল ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি রিপোর্ট সাধারণ ছাত্রদের সঙ্গে সম্পর্কহীনতাই বর্তমান ছাত্র সংগঠনগুলোর মূল সংকটের কারণ বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বর্তমান সংসদ সদস্য রাশেদ খান মেনন। শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্বাধীনতা মিলনায়তনে আয়োজিত 'ছাত্র রাজনীতির সংকট ও সম্ভাবনা' শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সভাটির আয়োজন করেছে বাংলাদেশ ছাত্র মৈত্রী কেন্দ্রীয় সংসদ। রাশেদ খান মেনন বলেন, বর্তমানে বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান সমস্যা আবাসন সংকট। কিন্তু এই বিষয়ে বাম ছাত্র সংগঠনগুলোর তেমন কোনো আন্দোলন সংগ্রাম নেই। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নানা সমস্যায় ইসু্যভিত্তিক আন্দোলন গড়ে তুলতে হবে। সাবেক এই ছাত্রনেতা তার নিজে ছাত্র আন্দোলনের ইতিহাস তুলে ধরে বলেন, বর্তমান সময়ে ছাত্র সংগঠনে বুদ্ধিবৃত্তিক চর্চার অনেক অভাব দেখা যায়। \হবুদ্ধিবৃত্তিক চর্চা ছাড়া ছাত্র রাজনীতিতে মেধাবীদের অংশগ্রহণ বাড়বে না। তিনি আরও বলেন, ছাত্র সংগঠনগুলোকে লেজুড়বৃত্তির মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। স্বাধীন ও দায়িত্বশীল হয়ে সংগঠন গড়ে তুলতে হবে। সাধারণ ছাত্রদের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে। তাদের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলতে হবে। সমস্যাগুলো নিয়ে ধারাবাহিকভাবে আন্দোলন করতে হবে। আমাদের সময়ে আমরা ছাত্রনেতা ছিলাম, ছাত্র সংগঠনের নেতা ছিলাম না। সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে বাম ছাত্র সংগঠনগুলোর পরাজয়ের কথা উলেস্নখ করে তিনি বলেন, ডাকসুতে এবার ছাত্র সংগঠনের বাইরেও অনেক স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছে। যারা বিজয়ী হয়েছে তারা কিন্তু ছাত্র রাজনীতি না করলেও, বিভিন্ন আন্দোলন-সংগ্রামে ছাত্রদের পাশে থেকে আন্দোলন করেছে। তাই বাম ছাত্রনেতাদেরও ছাত্রদের পাশে থেকে আন্দোলন করতে হবে। তাহলেই বর্তমান সংকটের সমাধান হবে। ছাত্রমৈত্রীর সভাপতি ফারুক আহমেদ রুবেলের সভাপতিত্বে মুখ্য আলোচক রাশেদ খান মেনন ছাড়াও আরও বক্তব্য রাখেন ডাকসুর সাবেক জিএস, বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য ডা. মুশতাক আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেসবাহ কামাল, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লিটন নন্দী। সভায় বক্তারা বর্তমান সময়ে ছাত্র রাজনীতির নানা সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। পাশাপাশি ছাত্র রাজনীতির সংকট সমাধানে নানা পরামর্শমূলক বক্তব্য দেন। সভার শুরুতে ছাত্র রাজনীতির সংকট ও সম্ভাবনা বিষয়ে লিখিত বক্তব্য উপস্থাপন এবং সভাটি পরিচালনা করেন ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক কাজী আব্দুল মোতালেব জুয়েল।