দ্বিতীয় মেঘনা ও গোমতী সেতুর উদ্বোধন ২৫ মে

প্রকাশ | ১৭ মে ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্বিতীয় মেঘনা সেতু এবং দ্বিতীয় গোমতী সেতু ২৫ মে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সড়ক পরিবহন ও সেতু বিভাগ এ খবর নিশ্চিত করেছে। সড়ক পরিবহন ও সেতু বিভাগ জানায়, সেতু দুটির নির্মাণ কাজ প্রায় শেষ হয়েছে। প্রধানমন্ত্রী ২৫ মে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতু দুটির উদ্বোধন করবেন। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, সেতু দুটির নির্মাণ কাজ খুব শিগগিরই শেষ হবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদের সময়ে ঘরমুখো যাত্রীদের চলাচল সাবলীল করতে সেতু দুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেবেন। তিনি বুধবার মন্ত্রিপরিষদ বিভাগে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে বলেন, সেতু দুটি যান চলাচলের জন্য খুলে দেয়া হলে ঈদে যান চলাচল পরিস্থিতির উন্নতি হবে। এর আগে প্রধানমন্ত্রী গত ১৬ মার্চ শীতলক্ষ্যা নদীতে দ্বিতীয় কাঁচপুর সেতু উদ্বোধন করেন। জাপানি ঠিকাদারি প্রতিষ্ঠান ওবায়সি কর্পোরেশন, শিমঝু কর্পোশেন, জেএফই কর্পোরেশন, ওআইএইচআই ইনফ্রা সিস্টেম্‌স কোম্পানি লি. ২০১৬ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেঘনা ও গোমতীর সঙ্গে দ্বিতীয় কাঁচপুর সেতুর কাজ শুরু করে।