সারাদেশে বুদ্ধ পূর্ণিমা উদযাপিত

প্রকাশ | ১৯ মে ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
শুভ বুদ্ধপূর্ণিমা উপলক্ষে শনিবার রাজধানীর বাসাবো বৌদ্ধ মন্দিরে প্রার্থনা করছেন ভক্তরা -ফোকাস বাংলা
যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজধানী ঢাকাসহ সারাদেশে আজ শনিবার বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হয়েছে। মহামতি গৌতম বুদ্ধের জন্ম, বোধিজ্ঞান লাভ এবং ৮০ বছর বয়সে পরিনির্বাণ-এই তিনটি ঘটনা এই দিবসে সংঘটিত হয়েছিল। শনিবার বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় তিথি অনুযায়ী সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও বিভিন্ন বৌদ্ধ বিহারে দিনব্যাপী কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয় শুভ বুদ্ধ পূর্ণিমা। বৌদ্ধ বিহারগুলোতে প্রদীপ প্রজ্বালন, শান্তি শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা সভা, প্রভাত ফেরি, সমবেত প্রার্থনা, আলোচনা সভা ও বুদ্ধ পূজা অনুষ্ঠিত হয়। এছাড়া মানব জাতির শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। বৌদ্ধ ধর্ম মতে, আজ থেকে প্রায় আড়াই হাজার বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। তার জন্ম, বোধিলাভ ও মহাপ্রয়াণ বৈশাখী পূর্ণিমার দিনে হয়েছিল বলে বৈশাখী পূর্ণিমার অপর নাম দেয়া হয় 'বুদ্ধ পূর্ণিমা'। দিবসটি উপলক্ষে শনিবার সকালে রাজধানীর সবুজবাগ, বাসাবোর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে প্রভাত ফেরি ও শান্তি শোভাযাত্রার আয়োজন করে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ। এতে অংশ নেন বুদ্ধ ভক্তরা।