সুপ্রিম কোর্ট প্রশাসন ব্যাখ্যা দেবে, আশা আইনমন্ত্রীর

প্রকাশ | ২১ মে ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
বিচারাধীন বিষয়ে সংবাদ প্রকাশ করা যাবে না- সুপ্রিম কোর্ট প্রশাসনের এমন নির্দেশনা নিয়ে 'ভুল বোঝাবুঝির' সৃষ্টি হয়েছে বলে মনে করছেন আইনমন্ত্রী আনিসুল হক। সোমবার প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করে বেরিয়ে এসে তিনি সাংবাদিকদের বলেন, 'আশা করি খুব শিগগিরই এর ব্যাখ্যা দেবে সুপ্রিম কোর্ট প্রশাসন।' গত ১৬ মে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত ওই নির্দেশনায় বলা হয়, 'ইদানীং' কোনো কোনো ইলেকট্রনিক মিডিয়া তাদের চ্যানেলে এবং কোনো কোনো প্রিন্ট মিডিয়া তাদের পত্রিকায় বিচারাধীন মামলা-সংক্রান্ত বিষয়ে সংবাদ পরিবেশন/স্ক্রল করছে, যা 'একেবারেই অনভিপ্রেত'। 'এমতাবস্থায়, বিচারাধীন কোনো বিষয়ে সংবাদ পরিবেশন/স্ক্রল করা হতে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।' দুই-একটি ব্যতিক্রম বাদ দিলে বাংলাদেশে অধিকাংশ মামলার বিচার পর্যবেক্ষণ ও সংবাদ প্রকাশের ক্ষেত্রে স্বাধীনতা ভোগ করে আসছে দেশের সংবাদমাধ্যমগুলো। কিন্তু সুপ্রিম কোর্ট প্রশাসন যে ভাষায় ওই নির্দেশনা জারি করেছে, এতে বিচার শেষে রায় হওয়ার আগে সাংবাদিকদের আর কোনো মামলার সংবাদ প্রকাশের সুযোগ থাকে না। ফলে এডিটরস গিল্ড, বাংলাদেশ; বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন; ল রিপোর্টার্স ফোরামসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠন সুপ্রিম কোর্ট প্রশাসনের এমন সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করে বিষয়টি স্পষ্ট করার আহ্বান জানিয়েছে।