দেশে সর্বোচ্চ বিদু্যৎ উৎপাদনের রেকর্ড

প্রকাশ | ২৩ মে ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
বিদু্যৎ উৎপাদনে নতুন রেকর্ড গড়ল বাংলাদেশ। মঙ্গলবার রাত ৯টায় দেশে এযাবৎকালের সর্বোচ্চ রেকর্ড পরিমাণ ১২ হাজার ৫৩৯ মেগাওয়াট বিদু্যৎ উৎপাদিত হয়েছে। বাংলাদেশ বিদু্যৎ উন্নয়ন বোর্ডের পরিচালক (গণসংযোগ) সাইফুল হাসান চৌধুরী মঙ্গলবার রাতে বাসসকে একথা জানিয়েছেন। বাংলাদেশ বিদু্যৎ উন্নয়ন বোর্ড সূত্র জানায়, গত ১১ মে রাতে দেশে সর্বোচ্চ রেকর্ড পরিমাণ ১২ হাজার ৪৯৪ মেগাওয়াট বিদু্যৎ উৎপাদিত হয়েছে। এ মাসেই ৮ মে সর্বোচ্চ রেকর্ড পরিমাণ ১২ হাজার ৪৮২ মেগাওয়াট ও ৭ মে দেশে সর্বোচ্চ রেকর্ড পরিমাণ ১২ হাজার ২৩২ মেগাওয়াট বিদু্যৎ উৎপাদিত হয়েছিল। গত ২৪ এপ্রিল ১২ হাজার ৫৭ মেগাওয়াট বিদু্যৎ উৎপাদিত হয়েছিল যার মাধ্যমে দেশের সর্বোচ্চ বিদু্যৎ উৎপাদন ১২ হাজার মেগাওয়াটের মাইলফলক অতিক্রম করে। \হপরবর্তীতে ২৫ এপ্রিল ১২ হাজার ৬৭ মেগাওয়াট এবং ২৯ এপ্রিল ১২ হাজার ২০০ মেগাওয়াট বিদু্যৎ উৎপাদিত হয়।