সংবাদ সংক্ষপে

প্রকাশ | ২৩ মে ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
বিদু্যতায়িত হয়ে দুই ব্যক্তির মৃতু্য ফকিরহাট (বাগেরহাট) সংবাদদাতা বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা গ্রামে বুধবার দুপুরে বিদু্যতায়িত হয়ে রহমত উলস্নাহ (৬৫) ও সুবোধ দাস (৫০) নামে দুই ব্যক্তির মৃতু্য হয়েছে। রহমত বেতাগা গ্রামের আব্দুল করিম শেখের ছেলে ও সুবোধ একই গ্রামের দ্বিজবর দাসের ছেলে। ফকিরহাট মডেল থানার ওসি আবু জিহাদ শেখ বলেন, বাড়ির সামনে রাস্তার পাশে সুপারি গাছ কাটছিলেন রহমত উলস্নাহ ও সুবোধ দাস। একপর্যায়ে সুপারি গাছের মাথা বিদু্যতের তারের সঙ্গে হেলে পড়ে। এ সময় তারা গাছের গোড়া ধরে টান দিয়ে নামাতে গিয়ে বিদু্যতায়িত হয়ে ঘটনাস্থলে দু'জনেই মারা যান। ব্যাংক থেকে প্রতারক আটক কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা পটুয়াখালীর কলাপাড়ায় বুধবার দুপুর ১২টার দিকে রূপালী ব্যাংক খেপুপাড়া শাখা থেকে চেক জালিয়াতির মাধ্যমে তিন লাখ টাকা উত্তোলন করতে গিয়ে মো. সানোয়ার (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সানোয়ারের বাড়ি মাদারীপুরের গুনশী গ্রামে। কলাপাড়া থানার পুলিশ এসআই মো. আনোয়ার হোসেন জানান, সানোয়ার ওই ব্যাংকের ক্যাশ কাউন্টারে একটি চেক জমা দেন। ক্যাশিয়ার চেকটি সম্পর্কে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে জানতে চাইলে সে সরে পড়ে। এ সময় ব্যাংকে লেনদেন করতে আসা কলাপাড়া প্রেসক্লাবের তত্ত্বাবধায়ক মামুন তাকে ধরে ব্যাংক কর্তৃপক্ষের কাছে সোপর্দ করে। পরে ব্যাংক কর্তৃপক্ষ সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাকে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। বিদু্যৎস্পৃষ্ট হয়ে নারীর মৃতু্য সাঘাটা (গাইবান্ধা) সংবাদদাতা গাইবান্ধার সাঘাটায় বুধবার বিদু্যৎস্পৃষ্ট হয়ে জেমি আক্তার (২২) নামে এক নারীর মৃতু্য হয়েছে। জেমি উপজেলার শ্যামপুর গ্রামের হাবিজার রহমানের স্ত্রী ও এক সন্তানের মা। স্থানীয়রা জানান, বুধবার দুপুরে জেমি আক্তার ডিসের লাইনের সংযোগ দিতে গিয়ে বিদু্যৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গাড়িচাপায় অজ্ঞাত পথচারীর মৃতু্য চান্দিনা (কুমিলস্না) সংবাদদাতা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিলস্নার চান্দিনা উপজেলার মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজের সামনে মঙ্গলবার রাত ১টার দিকে গাড়িচাপায় অজ্ঞাত একজনের (৩৬) মৃতু্য হয়েছে। হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) মনিরুল ইসলাম জানান, রাত ১টার দিকে ঢাকামুখী অজ্ঞাত গাড়িচাপায় ঘটনাস্থলেই তার মৃতু্য ঘটে। বুধবার দুপুর ১টা পর্যন্ত তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিলস্না মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। চোলাই মদসহ তিনজন আটক নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) সংবাদদাতা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের লেকেরপাড় এলাকায় মঙ্গলবার রাত সাড়ে ৮টার মাইক্রোবাস ভর্তি ৯ বস্তা চোলাই মদসহ কামাল (২২), নাসির (২০) ও আরিফুল (৩০) নামে ৩ মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ। নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার লেকেরপাড় এলাকায় অভিযান চালিয়ে একটি মাইক্রোবাসে তলস্নাশি চালিয়ে ৯টি পস্নাস্টিকের বস্তা ভর্তি প্রায় ৫৪০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এ সময় ৩ পাচারকারীকে আটক ও গাড়িটি জব্দ করে পুলিশ। আটক তিনজনের বাড়ি কক্সবাজার জেলায় বলে জানান তিনি। এ ব্যাপারে থানায় মামলা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতে দুইজনের কারাদন্ড ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা টাঙ্গাইলের ভূঞাপুরে বুধবার পৃথক অভিযোগে দুইজনকে ২ বছর করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দের আদালত এ রায় দেন। ঝোটন চন্দ বলেন, বাবার অভিযোগের ভিত্তিতে ঘাটান্দি গ্রামের মৌলভী আব্দুল জলিল খানের ছেলে আব্দুস সাত্তার খানকে (৩৬) মাদক সেবন ও বাড়িতে নির্যাতনের কারণে বাসস্ট্যান্ড এলাকা থেকে আটক করে ভ্রাম্যমাণ আদালত ২ বছরের কারাদন্ড দেন। অপর দিকে মঙ্গলবার রাতে ঘুমিয়ে থাকা ধান কাটা শ্রমিকদের টাকা ও মোবাইল চুরির সময় ফারুককে (২৫) আটক করে পুলিশে সোপর্দ করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকেও ২ বছরের কারাদন্ড দেন।