কৃষকের কাছ থেকে ন্যায্যমূল্যে ধান কেনার দাবি

প্রকাশ | ২৫ মে ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে আমরা কৃষকের সন্তান নামক একটি সংগঠন -যাযাদি
সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনাসহ মোট আটটি দাবি জানিয়েছে 'আমরা কৃষকের সন্তান' নামের একটি সংগঠন। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তারা এ দাবি জানান। বক্তারা বলেন, ফড়িয়া মজুদদার দালাল ও চাতাল মালিকদের সিন্ডিকেটের কারণে কৃষিতে দেশে জটিল অবস্থার সৃষ্টি হয়েছে। বোরো মৌসুমে কৃষকের ন্যায্যমূল্য দেয়ার ব্যাপারে সরকারের ভূমিকা নিয়ে আমরা হতাশ। কৃষকের সন্তানরা আরও জানায়, ধানের বর্তমান বাজার মূল্যে কৃষকের মাথায় হাত। বীজ, সার, শ্রমিকের খরচ, সেচ, কীটনাশক ও মাড়াই প্রক্রিয়ার খরচ মিটিয়ে ধানের উপযুক্ত মূল্য পাচ্ছে না কৃষক। যে কারণে তারা অতিরিক্ত দেনায় জড়িয়ে পড়েছে। এ সময় তারা সরকারের কাছে আটটি দাবি জানান। দাবিগুলোর মধ্যে অবিলম্বে সরকারি ব্যবস্থাপনায় ন্যায্যমূল্যে প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করতে হবে, ফড়িয়া, দালাল ও মজুদদারীদের শক্তিশালী সিন্ডিকেট ভেঙে দিতে হবে, অবিলম্বে কৃষিবীমা চালু করতে হবে এবং জাতীয় কৃষিনীতি প্রণয়ন করা অন্যতম। এ সময় বিদেশ থেকে আমদানি করা চালের পরিবর্তে দেশীয় উৎপাদিত চাল খাওয়ার আহ্বান জানানও তারা। মানববন্ধনে সংগঠনের সমন্বয়ক উৎপল বিশ্বাসসহ অন্য কর্মীরা উপস্থিত ছিলেন।