ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

প্রকাশ | ২৭ মে ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি রিপোর্ট ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। রোববার বিকালে নগর ভবনে আয়োজিত ৫৫টি সেবা সংস্থার সমন্বয়ে অনুষ্ঠিত ঈদ জামাতের প্রস্ততি সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। মেয়র বলেন, কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হলে ঈদের প্রধান জামাত চাঁদ দেখাসাপেক্ষে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। প্রাকৃতিক দুর্যোগের কারণে যদি স্বাভাবিক পরিবেশের ব্যাঘাত ঘটে তাহলে ওই জামাত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ঈদের জামাতে আগত মুসলিস্নদের সেবাদানে সিটি করপোরেশনের সেবাদানকারী সংস্থাসমূহ নিয়োজিত থাকবে। দ্রম্নত সময় সব ধরনের প্রস্তুতি শেষ করতে তিনি সংস্থাসমূহকে নির্দেশ দেন। সিটি করপোরেশন সূত্র জানায়, জাতীয় ঈদগাহে পাঁচ থেকে ছয় হাজার মহিলা মুসলিস্নসহ প্রায় ৮৫ হাজার মুসলিস্নর নামাজের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।