সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২৭ মে ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
বিদু্যৎস্পৃষ্টে গৃহবধূর মৃতু্য উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা কুড়িগ্রামের উলিপুরে বিদু্যৎস্পৃষ্টে শিল্পী বেগম (২৮) নামে এক গৃহবধূর মৃতু্য হয়েছে। রোববার দুপুরে উপজেলার তবকপুর ইউনিয়নের খামার তবকপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। শিল্পী বেগম ওই গ্রামের আলম মিয়ার স্ত্রী ও এক সন্তানের জননী। তার পারিবারিক সূত্রে জানা গেছে, গোয়ালঘরে গরুর গোসল করাতে গিয়ে বিদু্যৎস্পৃষ্ট হয়ে মেঝেতে পড়ে যান। পরে বাড়ির লোকজন উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই ওয়ার্ডের ইউপি সদস্য মকবুল হোসেন মানিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ডাকাতির চেষ্টাকালে ডাকাত আটক সোনাগাজী (ফেনী) সংবাদদাতা সোনাগাজীর বগাদানা ইউনিয়নের আউরারখিল গ্রামে ডাকাতির চেষ্টাকালে শাহাদাত হোসেন (২৭) নামে এক ডাকাত দলের সদস্যকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। সোনাগাজী মডেল থানার পরিদর্শক তদন্ত মো. কামাল হোসেন জানান, শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার বগাদানা ইউনিয়নের আউরারখিল গ্রামের হাজী আলী আহম্মদ মিয়ার ঘরে ৭/৮ জনের একদল ডাকাত হানা দেয়। এ সময় পরিবারের লোকজন চিৎকার শুরু করলে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা শাহাদাতকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। শাহাদাত একই ইউনিয়নের গুনক গ্রামের আবু তাহেরের পুত্র। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বন্য হাতির আক্রমণে এক ব্যক্তির মৃতু্য নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) সংবাদদাতা নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়িতে বন্য হাতির আক্রমণে মাছাউ মার্মা (৫২) নামে এক উপজাতীয় ব্যক্তির মৃতু্য হয়েছে। রোববার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মাছাউ মার্মা উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ড হেডম্যান পাড়ার বাসিন্দা মৃত হ্লারী মার্মার পুত্র। খবর পেয়ে সোনাইছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসএম খাইরুল আলম রবিন ঘটনাস্থল থেকে মাছাউ মার্মার লাশ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসেন। সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহান মার্মা জানান রোববার ভোরে নিজ খামার বাড়িতে যাওয়ার পথে হেডম্যান পাড়ার দক্ষিণ পার্শ্বে বিলের মাঝখানে বন্য হাতির আক্রমণের শিকার হয়। পরে স্থানীয়রা তার লাশ দেখতে পেয়ে আত্মীয়-স্বজনদের খবর দেয়। ট্রেনে কাটা পড়ে যুবক নিহত স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে আনুমানিক ২৫ বয়স বয়সী অজ্ঞাতনামা এক যুবক নিহত হয়েছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে পৌর এলাকার ভাদুঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নূরুল ইসলাম জানান, রাতে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রেলওয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। তিনি বলেন, রাত সাড়ে ১১টার দিকে ময়মনসিংহগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের নীচে কাটা পড়ে যুবকের মৃতু্য হয়। বিদু্যৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃতু্য সীতাকুন্ড (চট্টগ্রাম) সংবাদদাতা সীতাকুন্ডে বিদু্যৎস্পৃষ্টে মো. শফি (৪০) নামে এক কৃষক নিহত হয়েছে। শনিবার বিকালে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুরের মদনহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সফি উপজেলার শীতলপুরের মদনহাটের মৃত মো. আতন মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকালে টিনের ঘরের ছাদে উঠে ময়লা পরিষ্কার করার সময় বিদু্যৎস্পৃষ্টে গুরুতর আহত হন শফি। এ সময় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাতামুহুরীতে নেমে স্কুলছাত্রের মৃতু্য চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে মো. আমজাদ (১১) নামে এক স্কুলছাত্রের মৃতু্য হয়েছে। রোববার সকাল ৮টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের মাঝেরফাঁড়ি ব্রিজের নিচে এ ঘটনা ঘটে। স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির ছাত্র আমজাদ কাকারা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বেপারীপাড়া এলাকার মো. রফিকের ছেলে। স্থানীয় ইউপি সদস্য মো. বাদশা বলেন, সকালে আমজাদ ৬-৭ জন বন্ধু নিয়ে মাতামুহুরীর নদীর মাঝেরফাঁড়ি ব্রিজের নিচে গোসল করতে নামে। এ সময় আমজাদ সবার অজান্তে পানিতে তলিয়ে যায়। অন্য বন্ধুরা তাকে দেখতে না পেয়ে স্থানীয় লোকজনসহ খোঁজাখুঁজি শুরু করে। নিখোঁজের ২ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়।