আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে তামাক পণ্যের দাম বাড়ানোর দাবি

প্রকাশ | ১৬ জুন ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
মাথাপিছু আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে সিগারেটসহ সব তামাক পণ্যের দাম বাড়ানোর দাবিতে মোটরসাইকেলর্ যালি করেছে মাদকবিরোধী সংগঠন প্রত্যাশা। শনিবার বেলা ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকের্ যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফের প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।র্ যালিতে প্রত্যাশা ও ঢাকা আহছানিয়া মিশনসহ বিভিন্ন সংগঠনের কর্মীরা অংশ নেন। র্ যালিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান ড. নাসির উদ্দিন আহমেদ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র করপোরেশনের (এফডিসি) ছক্কু আহমেদ ও প্রত্যাশার সাধারণ সম্পাদক হেলাল আহমেদ প্রমুখ। বক্তারা বলেন, মাথাপিছু আয় এখন ১২ শতাংশ। কিন্তু তামাক পণ্যের দাম বাড়ানো হয়েছে মাত্র ৫ শতাংশ। মাথাপিছু আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে দাম বাড়ালে তামাক পণ্য খাওয়ার প্রবণতা কমে আসবে। তাই সরকারের কাছে দাবি, বাজেটে তামাক পণ্যের দাম বাড়ানো হউক।