কৃষকের সমস্যা সমাধানে কোনো নীতি বাজেটে নেই: জোনায়েদ সাকি

প্রকাশ | ১৬ জুন ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে 'জবাবদিহিহীন' বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি অভিযোগ করে বলেন, কৃষকের সমস্যা সমাধানে কোনো নীতি এতে গৃহীত হয়নি। শনিবার রাজধানীর হাতিরপুলে বাজেট-পরবর্তী প্রতিক্রিয়ায় জোনায়েদ সাকি এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে দলের লিখিত প্রতিক্রিয়া পড়ে শোনান ভারপ্রাপ্ত নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল। জোনায়েদ সাকি বলেন, 'প্রস্তাবিত বাজেটে অর্থনীতি পুনর্গঠনে নতুন কোনো উদ্যোগ নেই। নেই ব্যাংক খাত, কৃষি খাতসহ কোনো খাতের বিপর্যয় ঠেকানোর প্রস্তাব। জনস্বার্থে নয়, সুবিধাভোগীদের স্বার্থেই বাজেট প্রস্তাবনা করেছে সরকার, যা লুটপাটের ধারাকে আরও শক্তিশালী করবে।' লিখিত বক্তব্যে আবুল হাসান রুবেল বলেন, 'এটা আগের আর দশটা বাজেটের মতোই গতানুগতিক। কিন্তু সেটাই এর প্রধান সমালোচনা নয়, বরং যে পরিস্থিতিতে এই বাজেট দেয়া হয়েছে, সেটা যে গতানুগতিকের সীমা অতিক্রম করে একটা বিপজ্জনক মোড় নিয়েছে, সেটা যে এই বাজেট অনুধাবন করতে পারছে না, সেটাই সবচেয়ে মারাত্মক।' সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজনৈতিক পরিষদের সদস্য ফিরোজ আহমেদ, তাসলিমা আখতার, সম্পাদকমন্ডলীর সদস্য মনির উদ্দীন পাপ্পু, বাচ্চু ভূঁইয়া, কেন্দ্রীয় সদস্য দীপক রায়, অপরাজিতা চন্দসহ অন্যরা।