প্রাথমিকে নিয়োগ পাবেন ক্রীড়া ও সংগীত শিক্ষক

প্রকাশ | ২৪ জুন ২০১৮, ০০:০০ | আপডেট: ২৪ জুন ২০১৮, ২২:৪৫

যাযাদি রিপোটর্
প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সংগীত বিষয়ে শিক্ষক নিয়োগ দেয়া হবে। প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পে (পিইডিপি) সেটা প্রস্তাবনায় রয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী। রোববার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ‘উদ্ভাবনী মেলা ও শোকেসিং-২০১৮’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এমন কথা বলেন। প্রাথমিক শিক্ষার মান-উন্নয়নে দুই দিনব্যাপী এই মেলায় ৩০টি প্রতিষ্ঠান তাদের উদ্ভাবনী আইডিয়া প্রদশর্ন করেন। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমরা যা করি, আমাদের ভাবনা ও পরিকল্পনা নিয়ে উদ্ভাবনী মেলার আয়োজন করা হয়েছে। এই মেলায় দেশের সব স্তরের মানুষকে অন্তভুর্ক্ত করাই আমাদের মূল লক্ষ্য।’ তিনি বলেন, প্রাথমিক শিক্ষার মান এগিয়ে যাচ্ছে। শিক্ষাথীের্দর সঠিক শিক্ষা দিয়ে তাদের মেধা ও শরীর সঠিকভাবে গড়ে তুলতে হবে। শিক্ষক, কমর্কতার্-কমর্চারীদের আন্তরিকতা বাড়াতে হবে। শিক্ষাথীের্দর ক্লাসকে আরও প্রাণবন্ত করে তুলতে প্রতিটি স্কুলে ক্রীড়া ও সংগীত বিষয়ে শিক্ষক নিয়োগ দেয়া হবে। তিনি বলেন, ‘আমরা একটি অভিজ্ঞ টিম নিয়ে কাজ করছি। এ কারণে অল্প সময়ের মধ্যে সারাদেশে মোবাইলের মাধ্যমে উপবৃত্তি প্রদান, মিডডে মিল চালু করা সম্ভব হয়েছে। বতর্মানে আরও বিভিন্ন ধরনের উদ্ভাবনী আইডিয়া নিয়ে করা হচ্ছে। এর মধ্যে পেনশন সহজীকরণ, ই-মনিটরিং সিস্টেম, ডিপিই আ্যাকাউন্টিং সিস্টেম, ই-প্রাইমারি স্কুল সিস্টেম ও প্রাথমিক বিদ্যালয় ই-ব্যবস্থাপনা, টিচার রিক্রুটমেন্ট সিস্টেম, আমার স্বপ্ন আমার স্কুল, প্রয়াস, সততার দোকান এবং কমর্বীর অন্যতম।’