ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সঙ্গে জাপার শীর্ষ নেতাদের বৈঠক

প্রকাশ | ২১ জুন ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
জাতীয় পার্টির (জাপা) শীর্ষ নেতাদের সঙ্গে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের কর্মকর্তারা জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এ বৈঠকে অংশ নেন। জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের নেতৃত্বে বৈঠকে দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন, চেয়ারম্যানের উপদেষ্টা মাহমুদুর রহমান মাহমুদ এবং পার্টির যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু উপস্থিত ছিলেন। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন চিফ অব পার্টি কেটি ক্রোক। সঙ্গে ছিলেন সিনিয়র ডিরেক্টর এমডি আবদুল আলিম ও প্রোগ্রাম ম্যানেজার অনিন্দ্য রহমান। ঘণ্টাব্যাপী বৈঠকে গণতন্ত্র, সুশাসন, রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক চর্চা এবং নেতৃত্ব উন্নয়ন ও বিকাশ নিয়ে আলোচনা হয়। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালায় জাপার পক্ষ থেকে অংশগ্রহণ নিশ্চিতে প্রস্তাবনা দেয়া হয়। বৈঠক শেষে জিএম কাদের বলেন, আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে।