ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রতিদিন ২৭ রোগী হাসপাতালে ভর্তি

প্রকাশ | ২৫ জুন ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
রাজধানীতে গড়ে প্রতিদিন ২৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি মাসের ২৩ দিনে রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ৬১৭ জন রোগী ভর্তি হন। বর্তমানে ১২৭ জন হাসপাতালে ভর্তি। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩১ জন। স্বাস্থ্য অধিদপ্তরের একজন দায়িত্বশীল কর্মকর্তা এ তথ্য জানান। তিনি জানান, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ জুন পর্যন্ত ৮৮৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে এপ্রিল মাসে দুজন মারা গেছে।