৩২৮ পৌরসভার কর্মচারীদের অবস্থান কর্মসূচি

প্রকাশ | ১৬ জুলাই ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
সরকারি কোষাগার থেকে বেতন-ভাতার দাবিতে সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা -ফোকাস বাংলা
সরকারি কোষাগার থেকে বেতন-ভাতার দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীতে অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের ৩২৮টি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে দেখা যায়, জাতীয় ঈদগাহ এলাকার সামনে থেকে পল্টন মোড় পর্যন্ত সড়কে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের ব্যানারে কয়েক হাজার কর্মকর্তা-কর্মচারী এই কর্মসূচিতে অবস্থান নিয়েছেন। সংগঠনটির সভাপতি ফরিদপুরের নগরকান্দা পৌরসভার সচিব মো. আবদুল আলীম মোলস্না বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। আগামী দুই দিনের মধ্যে দাবি মানা না হলে আমরণ অনশন, প্রধানমন্ত্রীর কার্যালয় ও সচিবালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হবে। কর্মসূচিতে অংশ নেয়া কর্মকর্তা-কর্মচারীরা বলেন, 'রোববার দুপুরে আমরা এই কর্মসূচি শুরু করেছি। প্রবল ঝড়-বৃষ্টি উপেক্ষা করে কর্মসূচি অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত ২৫ জন কর্মকর্তা-কর্মচারী অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এতে আমাদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে।' সভাপতি আবদুল আলীম বলেন, 'ইতোমধ্যে দেশের সব পৌরসভা বন্ধ থাকায় নাগরিক সেবা থেকে দেশের প্রায় ৪০ শতাংশ মানুষ বঞ্চিত হচ্ছে। তাই অবিলম্বে দাবি মেনে নেয়ার জন্য প্রধানমন্ত্রীর ঘোষণা আশা করছি।' কয়েক হাজার কর্মকর্তা-কর্মচারীর মধ্যে কর্মসূচিতে উপস্থিত সংগঠনের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, উপদেষ্টা কেজিএম মাহমুদ, এ জেড এম আনোয়ার, গোপালগঞ্জ জেলা সভাপতি এসএম সাজ্জাদ হোসেন প্রমুখ।