খালেদার ১১ মামলার শুনানি ফের পিছিয়েছে

প্রকাশ | ১৮ জুলাই ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি রিপোর্ট বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা ১১ মামলার শুনানি পিছিয়ে আগামী ২ সেপ্টেম্বর ধার্য করেছেন ঢাকার মহানগর দায়রা জজ। বুধবার এ মামলাগুলোর শুনানির দিন ধার্য ছিল। কিন্তু সব মামলার কার্যক্রম হাইকোর্ট স্থগিত করেছে জানিয়ে শুনানি পেছানোর আবেদন করেন তার আইনজীবীরা। খালেদার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার জানান, ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ শুনানি শেষে আসামিপক্ষের আবেদন মঞ্জুর করে এ তারিখ নির্ধারণ করেন। কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের বিশেষ এজলাসে বসে বিচারক এ দিন ঠিক করেন। মামলাগুলোর মধ্যে রয়েছে রাজধানীর দারুস সালাম থানায় করা নাশকতার আটটি, যাত্রাবাড়ী থানার দুটি ও রাষ্ট্রদ্রোহের একটি মামলা। ২০১৬ সালের ২৫ জানুয়ারি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী রাষ্ট্রদ্রোহের মামলাটি দায়ের করেন। এ ছাড়া ২০১৫ সালের ২৪ জানুয়ারি যাত্রীবাহী বাসে আগুন দিয়ে নূর আলম নামের এক যাত্রীকে হত্যার অভিযোগে যাত্রাবাড়ী থানায় দুই মামলা করা হয়। আর একই বছর বিভিন্ন সময় নাশকতার অভিযোগে দারুস সালাম থানায় খালেদা জিয়ার বিরুদ্ধে আটটি মামলা দায়ের করা। বুধবার যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণ এবং অন্য মামলাগুলোয় অভিযোগ গঠনের শুনানির দিন ছিল।