পরিবেশ দূষণ: সাত কারখানাকে ১৬ লাখ টাকা জরিমানা

প্রকাশ | ১৮ জুলাই ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি রিপোর্ট পরিবেশ দূষণের দায়ে ঢাকা, গাজীপুর ও টাঙ্গাইলের সাত কারখানাকে প্রায় ১৬ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার পরিবেশ অধিদপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ১৫ জুলাই পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে পরিবেশ অধিদফতরের পরিচালক, মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের পরিচালক রুবিনা ফেরদৌসীর নেতৃত্বে অভিযান চালানো হয়। তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) বন্ধ রেখে, অপরিশোধিত তরল বর্জ্য সরাসরি পরিবেশে নির্গমন করে, পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের অপরাধে সাতটি কারখানাকে জরিমানা করা হয়েছে। কারখানাগুলো হলো- মির্জাপুরে অবস্থিত সাহাবা নিট কম্পোজিট লি.। এ কারখানাকে ১২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ব্যতীত ঢাকা মহানগরীর কদমতলীর মুরাদনগর এলাকায় স্থাপন করা মেসার্স চন্দ্রপুরী মেটাল, মেসার্স পদ্মা ইংক, মেসার্স এক এস মেটাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস ও মেসার্স এ -১ ওয়্যার- প্রত্যেক কারখানাকে ৫০ হাজার করে ২ লাখ টাকা এবং একই অপরাধে মির্জাপুরের মা'ম সিরামিকসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ব্যতীত এবং অটোমেটিক রাইস মিলের ছাই ও কালো ধোঁয়া দ্বারা নদী ও পরিবেশ দূষণের অপরাধে কালিহাতীর মেসার্স মা অটোমেটিক রাইস মিলকে ১ লাখ টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে।