ঈদে অতিরিক্ত কোচ দিচ্ছে রেলওয়ে পূর্বাঞ্চল

প্রকাশ | ১৯ জুলাই ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
ঈদুল আজহায় যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে ভ্রমণের লক্ষ্যে রেলওয়ে পূর্বাঞ্চলের পাহাড়তলী কারখানায় ৪২টি কোচ মেরামত করা হচ্ছে। জনবল ও কাঁচামাল সংকটের মধ্যেও কারখানার কাজ চলছে পুরোদমে। আগামী ৭-৮ আগস্টের মধ্যে মেরামত করা সব কোচ ট্রাফিক বিভাগে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে রেলওয়ে কারখানা কর্তৃপক্ষ। জানা যায়, ঈদ এলে ঘরমুখো মানুষের গন্তব্যে ফিরতে চরম বিড়ম্বনায় পড়তে হয়। এ সময় যাত্রীদের চাপ সামলাতে কোচের সংখ্যা বাড়ানো হচ্ছে। ৪২টি কোচ মেরামত কাজ শেষ করে 'আউট টার্ন' দেয়া হবে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, বাড়তি কোচ দিয়ে পূর্বাঞ্চলে রেলের রুটে স্পেশাল ট্রেনও চালু করা হবে। এরই মধ্যে ১৫টি কোচ মেরামত করা হয়েছে। রেলওয়ে কারখানার ৯টি শপে কোচগুলো মেরামত করা হচ্ছে। কোচ মেরামতের প্রধান শপ ক্যারেজ শপের দায়িত্বপ্রাপ্ত পাহাড়তলী কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক মো. মহিউদ্দিন বলেন, চলতি মাসের ১ তারিখ থেকে কোচগুলোর মেরামত কাজ শুরু হয়। মেরামত শেষে কোচগুলো ৭-৮ আগস্টের মধ্যে পরিবহন বিভাগকে বুঝিয়ে দেয়া হবে। শ্রমিক ও কারিগরদের শ্রম এবং আগ্রহের কারণে সর্বোচ্চসংখ্যক কোচ মেরামত করা সম্ভব হচ্ছে।