চট্টগ্রামের 'প্রাণ' বাঁচাতে শুরু হচ্ছে অভিযান

প্রকাশ | ২০ জুলাই ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
বন্দরনগরী চট্টগ্রামের প্রাণখ্যাত চাক্তাই খালের দু'পাশের অবৈধ দখল উচ্ছেদ অভিযান আগামী সোমবার (২২ জুলাই) থেকে শুরু হচ্ছে। ইতোমধ্যে সে লক্ষ্যে খালের উভয় পাশে লাল রঙ দিয়ে অবৈধ স্থাপনা চিহ্নিতকরণের কাজ শেষে হয়েছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নির্বাহী প্রকৌশলী আহমেদ মাঈনুদ্দিন জানান, গত মাস থেকে রাজাখালী ও নোয়াখালের উভয়পাশে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। আগামী সোমবার থেকে চাক্তাই খালের উভয় পাশে অভিযান পরিচালনা করা হবে। খালের বহদ্দারহাট প্রান্ত থেকে শুরু হবে উচ্ছেদ অভিযান। তিনি আরও জানান, নগরের ১৩টি খালে প্রায় ১৬০০ অবৈধ স্থাপনা রয়েছে। এগুলো পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে। উচ্ছেদ শুরুর আগে অবৈধ স্থাপনা নিজ উদ্যোগে ভাঙার সুযোগ করে দেয়া হচ্ছে। এতে অনেক এলাকায় মানুষ নিজ উদ্যোগেও ভাঙা শুরু করেছে। তাই একটি খালে টানা অভিযান পরিচালনা করা হবে না। প্রসঙ্গত, চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সাড়ে ৫ হাজার কোটি টাকা ব্যয়ে মেগা প্রকল্পের কাজ গত বছরের ২৮ এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এ প্রকল্পটি অনুমোদন নিলেও মাঠপর্যায়ে এর বাস্তবায়ন করছে বাংলাদেশ সেনাবাহিনীর প্রকৌশল বিভাগ।