ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর আসছেন সোমবার

প্রকাশ | ১৮ আগস্ট ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
এস. জয়শঙ্কর
ভারতের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে বাংলাদেশ আসছেন এস. জয়শঙ্কর। আগামী সোমবার তিনি ঢাকা আসবেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল এক্সপ্রেস। উভয় দেশের মধ্যকার সম্পর্ক আরও শক্তিশালী করার জন্যই তিনি এ সফরে আসছেন। খবরে বলা হয়েছে, দুই দিনের সফরে ১৯ আগস্ট ঢাকা যাবেন জয়শঙ্কর। সফরে তিনি অবৈধ অভিবাসন, কানেক্টিভিটি, রোহিঙ্গা সংকট এবং দীর্ঘ দিনের অসমাধিত তিস্তাসহ ৫৪টি নদীর পানির বণ্টন নিয়ে আলোচনা করতে পারেন। সম্প্রতি নয়া দিলিস্নতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে মোমেনের সঙ্গে বৈঠক করেছেন জয়শঙ্কর। এছাড়া তাজিকিস্তানে এক আন্তর্জাতিক সম্মেলনের পার্শ্ববৈঠকেও মিলিত হয়েছেন দুই পররাষ্ট্রমন্ত্রী। গত তিন বছরে উভয় দেশ ৬০টির মতো চুক্তিতে স্বাক্ষর করেছে। এছাড়া দীর্ঘদিনের পুরনো সীমান্ত ও সমুদ্রসীমা বিরোধের সমাধানও হয়েছে এই সময়ের মধ্যে। তবে তিস্তার পানিবণ্টন ইসু্যটির এখনো কোনো সমাধান হয়নি। আসন্ন শীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের আগে ঢাকা আসছেন জয়শঙ্কর। টানা তৃতীয়বার ক্ষমতা গ্রহণের পর এটাই হবে শেখ হাসিনার প্রথম ভারত সফর।