মেনন হত্যাচেষ্টার বিচার চেয়ে মানববন্ধন

প্রকাশ | ১৮ আগস্ট ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন হত্যাচেষ্টাসহ সব হত্যা ও সন্ত্রাসের বিচারের দাবিতে মানববন্ধন করেছে দলটি। শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে সংগঠনটির মহানগর শাখা। এ সময় সংগঠনটির নেতারা বলেন, দেশ আজ বিচারহীনতার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে। এ দেশে যুদ্ধাপরাধীর বিচার হয়েছে, বঙ্গবন্ধুর খুনিদের বিচার হয়েছে। তবে রাশেদ খান মেননকে হত্যাচেষ্টার ঘটনায় কেন বিচার হচ্ছে না। এ ঘটনায় মামলা হয়েছে, একাধিক তদন্ত হয়েছে। কিন্তু, বিচারের বেলায় কেন কালক্ষেপণ করা হচ্ছে? কাদের স্বার্থে করা হচ্ছে? এ সময় এ ঘটনায় দায়ীদের বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনটির মহানগর শাখা সভাপতি আবুল হোসাইন, কমরেড আমিরুল হক আমিন, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা জাকির হোসেন রাজু, মুস্তফা, মহানগর সাধারণ সম্পাদক কিশোর রায়, মহানগর নেতা নাসির হাসান বিপুল, মুরশিদা, নারী নেত্রী শিউলি সিকদার প্রমুখ।