অস্ত্রসহ শাহাদাত বাহিনীর সক্রিয় সদস্য আটক

প্রকাশ | ২৫ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি রিপোর্ট রাজধানীর মিরপুরের কুখ্যাত শাহাদাত বাহিনীর সক্রিয় সদস্য ও চাঁদাবাজ আবু হানিফ বাদল ওরফে ডিশ বাদলকে (৩৮) অস্ত্রসহ আটক করেছের্ যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্(যাব-৪)। শনিবার আটকের বিষয়টি জানিয়েছেনর্ যাব-৪ এর অপারেশন কর্মকর্তা (এএসপি) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল। তিনি জানান, মিরপুরের কুখ্যাত শীর্ষ সন্ত্রাসী শাহাদাতের নামে যত চাঁদার টাকা উঠানো হয়, এর প্রধান সংগ্রাহক ডিশ বাদল। তিনি বিভিন্ন ব্যবসায়ীর নাম ও মোবাইল নম্বর সংগ্রহ করে ভারতে পলাতক শাহাদাতের কাছে পাঠান। পরে শাহাদাত এবং বাচ্চু এসব ব্যবসায়ীদের কাছে ভিওআইপির মাধ্যমে কল দিয়ে চাঁদা দাবি করেন। এই অর্থ ডিশ বাদল তার কিছু বিশ্বস্ত লোক দিয়ে আদায় করে এবং তা হুন্ডির মাধ্যমে শাহাদাতের কাছে পাঠান। ডিশ বাদলের মামা ডিশ শাহিন ওরফে রেজু হত্যা মামলার পলাতক আসামি। তিনি দীর্ঘদিন ধরে শাহাদাতের সঙ্গে ভারতে অবস্থান করছেন বলে জানা গেছে। ডিশ বাদলের নামেও বিভিন্ন থানায় হত্যাসহ বিভিন্ন মামলা রয়েছে।