নদী রক্ষায় ব্যর্থ সরকার মানববন্ধনে বক্তারা

প্রকাশ | ০১ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি রিপোর্ট ঢাকায় চারটা নদী আছে। সরকার কোনোভাবেই এই নদীগুলো রক্ষা করতে পারছে না। নদীর বুকে বসবাস করেও তারা নদী রক্ষায় ব্যর্থ হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে রাজধানীর শাহবাগে এক মানববন্ধনে এ মন্তব্য করেন হীরক সরদার। 'আমাজন থেকে সুন্দরবন, পরিবেশ রক্ষায় সোচ্চার হোন' শিরোনামে এ কর্মসূচির আয়োজন করে পরিবেশভিত্তিক ১৬টি সংগঠন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার সাবেক সাধারণ সম্পাদক মহিদুল হক খানের সভাপতিত্বে এতে বক্তব্য আরও রাখেন ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্টের সভাপতি অধ্যাপক এম আবু সাঈদ, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার প্রমুখ। হীরক সরদার বলেন, লালন শাহ একটা কথা বলতেন সময় গেলে সাধন হবে না। এ কথাটির অর্থ যদি আমরা না বুঝি, তাহলে পরে পরিতাপ করা ছাড়া আমাদের কিছুই করার থাকবে না। সামান্য আধাঘণ্টা বৃষ্টি হলে পাঁচ থেকে ছয় ঘণ্টার জলজট নিরসন করতে পারছি না। কোটি কোটি টাকা আমরা মেগা প্রকল্পে খরচ করছি কিন্তু ফলাফল শূন্য। অধ্যাপক আবু সাঈদ বলেন, আমাজন জ্বলছে, সেটি প্রাকৃতিক কারণে নাকি মানুষের কারণে তা তদন্তের দরকার। আমরা দেখেছি দুই বছরের ৭৪ হাজার বার আগুন লাগানো হয়েছে। এটি ব্রাজিল সরকার ব্যর্থতা। একই সঙ্গে করপোরেট ব্যবসার জন্য আমাদের সুন্দরবন ধ্বংসের চক্রান্ত করছেন তাদের বিরুদ্ধেও সোচ্চার হতে হবে। সুন্দরবন বাঁচানো গেলে আমাদের ফুসফুস ঠিক থাকবে। কর্মসূচির আয়োজনকারী সংগঠনগুলো হলো- বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি, ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট, পরিবেশ বিজ্ঞান বিভাগ স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, ডবিস্নউবিবি ট্রাস্ট, হেরিটেজ ক্রিয়েটিভ কাউন্সিল, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, এনসিসিবি ট্রাস্ট, বারসিক, সিডিপি, তরুপলস্নব, পুরাতন ঢাকা পরিবেশ উন্নয়ন ফোরাম, আদি ঢাকাবাসী ফোরাম, ঢাকা যুব ফাউন্ডেশন, পুরান ঢাকা নাগরিক উদ্যোগ ও গ্রিন ভয়েস।