বিদু্যৎ বেশি থাকলে দেশে লোডশেডিং কেন : আলাল

প্রকাশ | ০১ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি রিপোর্ট 'বর্তমানে দিন ও রাত মিলিয়ে সারাদেশে মোট বিদু্যতের চাহিদা ৮ হাজার ৫শ' থেকে ১২ হাজার মেগাওয়াট। যে বিদু্যৎকেন্দ্রগুলো রয়েছে তাদের বিদু্যৎ উৎপাদনের ক্ষমতা ১৮ হাজার ৯৬১ মেগাওয়াট। অর্থাৎ প্রায় সাত হাজার মেগাওয়াট বিদু্যৎ বেশি থাকে। আমার প্রশ্ন হলো তারপরও ঢাকা শহরের বিভিন্ন জায়গায় লোডশেডিং কেন হয়।' শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম আয়োজিত মানববন্ধনে একথা বলেন বিএনপির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেন, এই সরকার কথা কথায় বড় গলায় বলে বিদু্যৎ নাকি তারা ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। তাহলে মফস্বলের শহর-গ্রামগুলোতে কেন ঘণ্টার পর ঘণ্টা বিদু্যৎ থাকে না। এই বিদু্যৎ কোথায় গেলো। আসলে মিথ্যা প্রচারণার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। 'গত ৫/৬ বছর ধরে মিরপুরসহ সব মানুষের যাতায়াতের পথে নতুন করে একটা সংযোজন হয়েছে, মেট্রোরেল-মেট্রোরেল। এটা কবে হবে আলস্নাহ ভালো জানেন। আমাদের সন্তানরা নাকি আমাদের নাতি-পুতিরা এটা দেখে যেতে পারবে তা জানি না।' বিএনপির এই নেতা বলেন, আজ বিশ্ব গুম দিবস। পৃথিবীব্যাপী জাতিসংঘ অনুমোদিত এ দিবস পালন করা হয়। বাংলাদেশ থেকে গুম হয়ে যাওয়া শত শত মায়ের সন্তানকে ফিরিয়ে দেন। তাহলে আন্তর্জাতিক গুম দিবস পালন করার দাবি আপনাদের কাছে করবো না। তিনি অভিযোগ করেন, গত প্রায় দুই বছর যাবত খালেদা জিয়াকে এমনভাবে কারাগারে আটক রাখা হয়েছে যেখানে বিচারব্যবস্থা ব্যর্থ করে দিয়েছে। প্রশাসনকে ব্যর্থ করে দিয়েছে। নাগরিক অধিকার আন্দোলন ফোরামের সহ-সভাপতি হাজী মোজাম্মেল হক মিন্টু সওদাগরের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুলস্নাহ, মহানগর বিএনপি নেতা ফরিদ উদ্দিন, কৃষকদল নেতা শাহজাহান মিয়া সম্রাট প্রমুখ।