মানুষের অধিকার ছাড়া সব উন্নয়নই অর্থহীন : জাফরুলস্নাহ

প্রকাশ | ০১ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ফিউচার অব বাংলাদেশের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুলস্নাহ চৌধুরীসহ অন্যরা -ফোকাস বাংলা
যাযাদি রিপোর্ট দেশের মানুষের অধিকার না থাকলে যত উন্নয়নই হোক না কেন সে উন্নয়ন অর্থহীন বলে মন্তব্য করেছেন ভাসানী অনুসারী পরিষদের সভাপতি ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুলস্নাহ চৌধুরী। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ফিউচার অব বাংলাদেশের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে তিনি আরও বলেন, আপনি ১০ টাকা দিয়ে টিকিট কেটে ডাক্তার দেখাইছেন এটা নিঃসন্দেহে ভালো। তবে সবাইকেই তা করতে হবে। কিন্তু কিছুদিন আগে আপনি বিলেতে গিয়ে ডাক্তার দেখাইছেন সেখানে কত টাকা খরচ করেছেন তা প্রকাশ না করা সত্যকে প্রকাশ না করা সমতুল্য। তিনি বলেন, চিকিৎসকরা গ্রামে যায় না বলে আপনি ক্ষোভ প্রকাশ করেছেন। আসলে আপনি চান না চিকিৎসকরা গ্রামে যাক। কারণ এরা উচ্চবিত্ত, আপনারই আত্মীয়-স্বজন। জাফরুলস্নাহ চৌধুরী বলেন, মানুষকে কথা বলতে দেন। মিটিং-মিছিল করতে দেন। তারা যাতে তাদের অধিকারটুকু পায় সে ব্যবস্থা করেন, কারণ মানুষের অধিকার না থাকলে উন্নয়ন অর্থহীন। তিনি বলেন, বর্তমানে দেশে প্রধান সমস্যা হলো বেকার সমস্যা। এ সমস্যা সমাধান হলে দেশ আরও উন্নত হবে। প্রধানমন্ত্রী আপনি চাইলেই এ বেকার সমস্যার সমাধান হবে। তাই সবসময় সত্য প্রকাশ করেন, মানুষের অধিকার ফিরিয়ে দেন, মিটিং-মিছিল করতে দেন। তাহলে দুর্নীতি রোধ হবে। জাফরুলস্নাহ চৌধুরী বলেন, সত্য প্রকাশের জন্য প্রতিদিন বিনা বিচারে বাংলাদেশে খুন, গুম ও হত্যা হচ্ছে। এর তথ্য না জানাটাও বিরাট দুর্নীতি। সংসদে বসে আধাঘণ্টার মধ্যে বিল পাস করছেন, কে কত টাকা নিয়েছেন সেটা প্রকাশ করছেন না। যে অর্থমন্ত্রী অবসর নিয়েছেন তার খাজনা মওকুফ করেছেন এটাও একটা দুর্নীতি। এসব দুর্নীতিও পরিষ্কার করা উচিত। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা টিউশন নিয়ে আন্দোলন করেন অথচ কোচিং বন্ধের জন্য কোনো আন্দোলন করেন না। কোচিং বন্ধের জন্য আন্দোলন করতে হবে। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, দেশ বাঁচাও মানুষ বাঁচাও সংগঠনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপন, ফিউচার অব বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি জামাল হোসেন, সাধারণ সম্পাদক শওকত আজিজ, চালক দলের সভাপতি জসিম উদ্দিন কবির প্রমুখ।