কমরেড মোজাফ্‌ফরের শোকসভায় মুক্তিযুদ্ধের পক্ষের ঐক্যের ডাক

প্রকাশ | ০৩ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
সোমবার রাজধানীর ডিপেস্নামা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ১৪ দল আয়োজিত অধ্যাপক মোজাফফর আহমদের শোকসভায় উপস্থিত অতিথিবৃন্দ -ফোকাস বাংলা
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ সভাপতি কমরেড মোজাফ্‌ফর আহমদের শোকসভায় মুক্তিযুদ্ধের পক্ষে ঐক্য ধরে রাখার ডাক দিলেন নেতারা। তারা বলেন, ১৪ দলীয় জোট গঠনে মোজাফ্‌ফর আহমদ অগ্রণী ভূমিকা রেখেছেন। জাতির বৃহত্তর স্বার্থে এ ঐক্য অটুট রাখতে হবে। সোমবার সকালে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপেস্নামা ইঞ্জিনিয়ার্সের মিলনায়তনে ১৪ দল আয়োজিত শোকসভায় এসব কথা বলেন ১৪ দলীয় জোটের নেতারা। আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম বলেন, মোজাফফর আহমদকে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে ১৪ দল আরও ঐক্যবদ্ধ হয়েছে। ঐক্যের কারণে জঙ্গি দমন সম্ভব হয়েছে। রোহিঙ্গা সমস্যাও ঐক্যবদ্ধভাবে সমাধান করা হবে। রোহিঙ্গা সংকট সমাধানে সরকারকে সমর্থনের জন্য সব দলের প্রতি আহ্বান জানান তিনি। মোহাম্মদ নাসিম আরও বলেন, ন্যাপ ও সিপিবি আরও শক্তিশালী হোক। তাহলে বিএনপি-জামায়াত পুরোপুরি পরাজিত হবে। বাম দলগুলোকেও দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ঐক্য গঠনে মোজাফ্‌ফর আহমদের ভূমিকা ছিল। অন্তত তাঁর স্মরণে হলেও বিভিন্ন মত ও পথের নেতারা একমঞ্চে এসেছেন। জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেন, স্বাধীনতা থেকে শুরু করে সব বিজয় এসেছে বড় ঐক্যের হাত ধরে। দুর্ভাগ্য, সব সময় ঐক্য ধরে রাখা যায়নি। চলমান বিজয় সুসংহত করতে হলে ঐক্য ধরে রাখতে হবে। একলাচলা আত্মঘাতী। যদি অনৈক্য চলে আসে, বাংলাদেশ আবার হোঁচট খাবে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির উপদেষ্টা মঞ্জুরুল আহসান খান বলেন, ন্যাপ দুর্বল হয়ে যাওয়া দেশের ইতিহাসের একটি ট্র্যাজেডি। মুক্তিযুদ্ধের পর ন্যাপ-সিপিবি বিরোধী দল হতে পারলে আজকের বিপদ তৈরি হতো না। ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য বলেন, মোজাফফর আহমদের মতো আদর্শের রাজনীতি এখন হারাতে বসেছে। এটিকে আবার ফিরিয়ে আনতে হবে। কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ওয়াজেদ-উল ইসলাম বলেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধুলিসাৎ করে দেশকে একটি প্রতিক্রিয়াশীল ধারায় নিয়ে যেতে চায় সরকারের বিরোধী শক্তি জামায়াত-বিএনপি। মুক্তিযুদ্ধের সময় যেমন ঐক্যবদ্ধভাবে সবাই ঝাঁপিয়ে পড়েছিলাম, পুনরায় সেই ঐক্য দেখতে চাই। প্রাবন্ধিক, কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ বলেন, মোজাফফর আহমদ ছিলেন জাতীয়তাবাদী সমাজতন্ত্রী। তার মৃতু্যর মধ্য দিয়ে ইতিহাসের একটি অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। শোকসভায় মোজাফ্‌ফর আহমদের সংক্ষিপ্ত জীবনী তুলে ধরেন ন্যাপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন। শোকসভা পরিচালনা করেন আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ। এতে আরও বক্তব্য দেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদ একাংশের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া, জাতীয় পার্টি-জেপির মহাসচিব শেখ শহীদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। ৫ দশকের বেশি সময় ধরে ন্যাপ সভাপতির দায়িত্ব পালন করেছেন অধ্যাপক মোজাফ্‌ফর আহমদ। গত ২৩ আগস্ট রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তিনি মৃতু্যবরণ করেন।